Pages

Wednesday, April 13, 2016

ক্যান্সার ঠেকাবে পুদিনা পাতা



অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে পুদিনা পাতা খুবই কার্যকর ভেষজ শুধু হজমে সাহায্য করা বা ঠাণ্ডা লাগা কমাতে নয়, ক্যান্সার প্রতিরোধের ওষুধ হিসেবেও ব্যবহার করা যেতে পারে পুদিনা পাতা 

ক্যান্সার ঠেকাবে পুদিনা পাতা  ভারতের লক্ষ্ণৌর সেন্ট্রাল ইনস্টিটিউট অব মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্লান্টসের বিজ্ঞানীরা বলেছেন, পুদিনা গাছে পাওয়া যায় এল-মেনথল, যা অ্যান্টিক্যান্সার ড্রাগ হিসেবে ব্যবহার করা যেতে পারে এই এল-মেনথল যেমন ক্যান্সার কোষের বিভাজন  ঠেকাতে পারে, তেমনই শরীরের অন্যান্য অংশে ক্যান্সার ছড়িয়ে পড়াও ঠেকাতে পারে পুদিনা গাছের বিন্দুমাত্র ক্ষতি না করেই এই এল-মেনথল বের করা যেতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা
  Info : http://www.manobkantha.com/

No comments:

Post a Comment