কথাটা
এখন
প্রবাদের মতো। পাকিস্তান ক্রিকেট আর
বিতর্ক
সমার্থ। পাকিস্তানি ক্রিকেটাররাও বিতর্কে জড়াতে
ওস্তাদ। ফয়সালাবাদে চলছে
পাকিস্তানের মর্যদার ওয়ানডে
কাপ। সব
তারকা
সেখানে। টুর্নামেন্টে ছেড়ে
বাড়ি
ফিরে
গিয়ে
বিতর্কের শুরুটা
করেছিলেন ইউনিস
খান। বিতর্ক
আরো
বেড়েছে
আহমেদ
শেহজাদ
ও
সদা
বিতর্কিত উমর
আকমলের
কর্মকাণ্ডে।
ইউনিস
আম্পায়ারিংয়ের প্রতিবাদে আসর
ছাড়লে
তার
জায়গায়
আধিনায়ক করা
হয়
আহমেদ
শেহজাদকে। আর
শেহজাদ
এক
ম্যাচে
৭৯
রানে
আউট
হলেন।
এরপর
তাকে
আউট
দিলে
আম্পায়ারের সাথে
তর্ক
করলেন।
তার
দাবি,
ক্লিন
ক্যাচ
ছিল
না।
কিন্তু
আউট
তো
আউটই।
ড্রেসিং রুমে
ফিরে
রাগে
ক্ষোভে
ব্যাট
দিয়ে
জানালার কাচ
ভেঙ্গেছেন শেহজাদ। পরে
অবশ্য
ভাঙ্গা
জানালার জরিমানার টাকা
দিতে
চেয়েছেন।
এদিকে
ব্যাটসম্যান উমর
আকমল
কয়েক
সতীর্থকে নিয়ে
গিয়েছিলেন স্থানীয় এক
থিয়েটারে। সংবাদ
হয়েছে,
সেখানে
হাতাহাতিতে জড়িয়েছেন উমর।
গিয়েছিলেন নাচ
দেখতে।
এক
নাচ
শেষ
হলো।
সেটা
এতো
ভালো
লাগে
উমরের
যে
আবার
করতে
বলেন।
তার
আবদার
উপেক্ষা করা
হলে
ঝগড়ায়
জড়িয়ে
পড়েন।
কিছুক্ষণ পর
চলে
আসেন
থিয়েটার ছেড়ে।
উমর
অবশ্য
দাবি
করেছেন,
একাই
গিয়েছিলেন থিয়েটারে। তবে
নাচ
দেখতে
নয়।
নাটক
দেখতে।
উমর
খেপেছেন মিডিয়ার ওপর।
বলেছেন,
তার
ব্যক্তিগত ও
সামাজিক জীবন
নিয়ে
মিডিয়া
যেন
টানাটানি না
করে।
তার
মাঠের
পারফরম্যান্স কি
তাই
নিয়ে
কথা
বলুক
তারা।
এদের
সিনিয়র
ইউনিস
তো
ম্যাচ
রেফারি
জরিমানা করায়
প্রতিবাদে টুর্নামেন্ট ছাড়লেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড
ব্যাপারটা ভালোভাবে নেয়নি
দেখে
তিনি
ক্ষমাও
চাইলেন। আবার
খেলতে
চাইলেন
আসরে।
কিন্তু
বোর্ড
তাকে
কেন্দ্রীয় চুক্তি
ভঙ্গের
দায়ে
৭
দিনের
মধ্যে
কারণ
দর্শানোর নোটিশ
পাঠিয়ে
দিয়েছে। সেই
সাথে
পাকিস্তান কাপে
নিষিদ্ধও করা
হয়েছে
ইউনিসকে।
Info: http://sorejominbarta.com
No comments:
Post a Comment