আন্তর্জাতিক খ্যাতি
সম্পন্ন ক্রিকেটার মাগুরার কৃতি
সন্তান
সাকিব
আল
হাসানের নানি
সায়েরা
বেগম
(৭৫)
সোমবার
সকালে
৬টায়
তার
নিজ
বাসভবন
মাগুরা
সদর
উপজেলার বারাশিয়া গ্রামে
বার্ধক্যজনিত কারণে
ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি. . . . রাজিউন)

সোমবার সকাল ১০টায় রাবাশিয়া মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। সাকিব বর্তমানে কলকাতা নাইটাইড্রার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছে। নানির মৃত্যুর খবর তাকে জানানো হয়েছে বলে সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল জানান।
Info: http://www.manobkantha.com
No comments:
Post a Comment