এক মাসের বেশি সময়
ধরে ঢালিউড সুপারস্টার শাকিব
খান ও কলকাতার অভিনেত্রী
শ্রাবন্তী যৌথ প্রযোজনার ‘শিকারী’
ছবির কাজ করছেন কলকাতায়। বোলপুর,
শান্তি নিকেতনসহ কলকাতার বিভিন্ন জায়গায় তাদের দৃশ্যধারণ
চলছিল। তবে
পশ্চিমবঙ্গে নানা জটিলতায় এ
ছবির কাজ গতকাল বন্ধ
ছিল বলে জানা যায়।
গতকাল
ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্স
অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া
ছবিটির দৃশ্যধারণ হঠাৎ বন্ধ করে
দেয় বলে জানান ছবিটির
ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ।
তবে আজ (শুক্রবার) বিকেলে
আবারও শুটিং শুরু হয়েছে
বলে জানিয়েছেন অভিনেতা শাকিব খান।
তিনি কলকাতা থেকে মুঠোফোনে
বলেন, আজ (শুক্রবার) আবারও
শুটিং শুরু হয়েছে।
মাঝে একটু ঝামেলা ছিল। এখন
তা আর নেই।
ছবির কাজ শেষে ৩রা
মে ঢাকায় ফিরবো বলেই আশা
করছিঠ । উল্লেখ্য,
শুটিং বন্ধের ঘটনা নিয়ে
সংবাদমাধ্যমকে এসকে মুভিজের কর্ণধার
হিমাংশু বলেন, ফেডারেশনের সাধারণ
সম্পাদক অপর্ণা ঘটকের স্বামী
পিন্টু ঘটকের সংস্থা থেকে
ডান্সার নেননি বলেই এই
বিপত্তি। যদিও
পরে বিষয়টির নিষ্পত্তি হয়ে যায়।
কিন্তু বোলপুরে দ্বিতীয় দফায় শুটিংয়ের সময়
ফের আপত্তি আসে ফেডারেশনের
সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছ
থেকে। ২৮
এপ্রিল পুরোদিন শুটিং বন্ধ থাকে। ‘শিকারী’
ছবির সংলাপ ও চিত্রনাট্য
লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু আর
ভারতের পেলে চ্যাটার্জি।
ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত
ও কলকাতার জয়দেব। বাংলাদেশ
থেকে ছবিটি প্রযোজনা করেছে
জাজ মাল্টিমিডিয়া। আর
এ ছবিতে আরও বিভিন্ন
চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের
অমিত হাসান, সুব্রত, শিবা
সানু এবং কলকাতার রাহুল
দেব, সব্যসাচী, লিলি প্রমূখ।
Info: http://www.mzamin.com
Info: http://www.mzamin.com
No comments:
Post a Comment