আসলেন,
খেললেন,
এরপর
ক্রিকেট বিশ্বকে তাক
লাগিয়ে
দিলেন। আর
তিনিই
হচ্ছেন
বাংলাদেশের মুস্তাফিজ। ভারতের সঙ্গে
দুর্দান্ত বোলিং
করে
আইপিএলের হর্তাকর্তাদের চোখে
পড়েও
গেলেন
তিনি। সবশেষে
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে
আইপিএলে নাম
উঠে
তার।
আজ
রাতে
ব্যাঙ্গালুরুর সঙ্গে
আইপিএলে নিজেদের প্রথম
ম্যাচ
খেলতে
মাঠে
নামবে
হায়দ্রাবাদ। তাই
গত
সোমবারই দলটি
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছে। এ
সময়
বিমানবন্দরেই মুস্তাফিজু ও
ট্রেন্ট বোল্ট
আড্ডায়
মেতে
উঠেন।
কিন্তু
কাটার
মাস্টার তো
ইংরেজি
ভালো
বলতে
পারেন
না।
তাই
বোল্টকে সোজাসাপ্টা বাংলায়
প্রশ্ন
করে
বসলেন,
‘কেমন
আছো?’
তবে
মুস্তাফিজের কথা
মোটেও
বুঝতে
পারলেন
না
বোল্ট।
বোকা
বনে
গেলেন
নিউজিল্যান্ডের এই
পেসার।
দ্রুত
পাশ
থেকে
একজন
অনুবাদটা করে
বোল্টকে তা
বুঝিয়ে
দিলেন।
মানে
বুঝতে
পেরে
মুস্তাফিজের সঙ্গে
হাসিতে
ফেটে
পড়েন
বোল্ট। আর
সঙ্গে
সঙ্গে
রসিকতা
করে
বন্ধু
মুস্তাফিজকে হিন্দিতে উত্তরটা দলেন,
‘বহুত
আচ্ছা!’
দুই বন্ধু বিমানবন্দরে রসিকতায় মেতে উঠলেও প্রথম একাদশে সুযোগ পেতে বোল্টের সঙ্গেই হয়তো লড়তে হবে মুস্তাফিজকে। কারণ তার মতো বোল্টও বাঁ-হাতি পেসার। তাই এখন দেখার বিষয় আজকের ম্যাচে মুস্তাফিজ মাঠে থাকেন, নাকি দর্শক হয়ে খেলা দেখেন।
দুই বন্ধু বিমানবন্দরে রসিকতায় মেতে উঠলেও প্রথম একাদশে সুযোগ পেতে বোল্টের সঙ্গেই হয়তো লড়তে হবে মুস্তাফিজকে। কারণ তার মতো বোল্টও বাঁ-হাতি পেসার। তাই এখন দেখার বিষয় আজকের ম্যাচে মুস্তাফিজ মাঠে থাকেন, নাকি দর্শক হয়ে খেলা দেখেন।
Info:
http://www.manobkantha.com
No comments:
Post a Comment