বিস্ময়
জাগিয়েই যার
আবির্ভাব। গত বছরের
এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টির স্কোয়ার্ড দেখে বাংলাদেশ ক্রিকেটের নাড়ির
খবর
রাখেন
এমন
ব্যক্তিদের মুখেও
শোনা
যাচ্ছিল— এই
মুস্তাফিজটা আবার
কে?
পরিচয়টা জানাতে
কিন্তু
এতটুকুও সময়
নেননি
মুস্তাফিজুর রহমান। ভারতের
বিপক্ষে ওয়ানডে
অভিষেকেই পাঁচ
উইকেট।
তিন
ম্যাচ
সিরিজে
উইকেট
নিয়েছিলেন ১৩টি। সেই
শুরু,
তারপর
থেকে
সাতক্ষীরার ২০
বছর
বয়সী
এই
তরুণের
বোলিং
জাদু
চলছেই। প্রথমবারের মতো
আইপিএল
খেলছেন। আইপিএল
শুরুর
আগে
কারো
কারো
মনে
প্রশ্ন
জাগছিল
বিশ্বের বাঘা
বাঘা
সব
ব্যাটসম্যানের সামনে
‘বিস্ময়’
ধরে
রাখতে
পারবেন
তো
মুস্তাফিজ? ইতোমধ্যেই এই
সংশয়
ধুলোয়
মিশে
গেছে। শুধু
বাঁ
হাতের
‘বিস্ময়’
ধরে
রাখা
নয়,
আইপিএলে মুস্তাফিজ যেন
আরো
রহস্যময়। মুস্তাফিজের স্লোয়ার, কাটার,
ইয়র্কার, গুড
লেংথগুলো পড়তে
প্রতিনিয়তই হিমশিম
খাচ্ছে
বাঘা
বাঘা
ব্যাটসম্যান। হায়দরাবাদের হয়ে
এ
পর্যন্ত ৪
ম্যাচে
১৬
ওভার
বল
করে
উইকেট
তুলে
নিয়েছেন ৫টি। তবে
শুধু
উইকেট
বিচারে
মুস্তাফিজের বোলিং
‘রহস্য’
বোঝা
সম্ভব
নয়। বেশিরভাগ ওভারই
করেছেন
শুরুর
পাওয়ার
প্লে
আর
ডেথ
ওভারে। তার
পরও
ওভারপ্রতি রান
দিয়েছেন মাত্র
৬.৬২ হারে। যাতে দারুণ
একটা
রেকর্ডও হয়ে
গেছে। এবারে
আইপিএলে কমপক্ষে ১৫
ওভার
বল
করেছেন
এমন
বোলারদের মধ্যে
মুস্তাফিজের ইকোনমি
রেটই
সেরা। টানা
এমন
অসাধারণ বোলিংয়ে প্রশংসার বৃষ্টিতে ভাসছেন
বাংলাদেশি পেসার
মুস্তাফিজ।
সর্বশেষ ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৯ রানে ১ উইকেট দখল করেছেন। গুজরাটের বিপক্ষে মুস্তাফিজের ওই চার ওভার দেখে হায়দরাবাদের উপদেষ্টা ভিভিএস লক্ষণ তো রীতিমতো বিস্মিত, ‘ও এত স্মার্ট বোলার! শুরুর দিকে ওর বলে তিন-চার রকমের বৈচিত্র্য, শেষের দিকে আবার তিন-চার রকমের। আর সবকিছুতে কী দারুণ নিয়ন্ত্রণ! আন্তর্জাতিক ক্রিকেটে যার এক বছরও হয়নি, তার পরও মনে হয় কত-না অভিজ্ঞ এক বোলার!’ হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারও মনে করছেন মুস্তাফিজ লম্বা রেসের ঘোড়া, ‘অবিশ্বাস্য! আমি বেঙ্গালুরুতে তার কিছু বল খেলেছি, ও আমার স্টাম্প উড়িয়ে দিতে চেয়েছিল। ও যেভাবে বলের গতি পরিবর্তন করে সেটা একটা শিল্প। নিশ্চিতভাবেই ভবিষ্যতে সে গ্রেট বোলারদের একজন হবে।’ সবে তো শুরু। আইপিএলেই এখনো বহু ম্যাচ বাকি। ফলে এমন প্রশংসার বাণী হয়তো অনেকই উচ্চারিত হবে মুস্তাফিজের নামে। আজও হতে পারে। কারণ আজ রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নামছে মুস্তাফিজের হায়দরাবাদ।
সর্বশেষ ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৯ রানে ১ উইকেট দখল করেছেন। গুজরাটের বিপক্ষে মুস্তাফিজের ওই চার ওভার দেখে হায়দরাবাদের উপদেষ্টা ভিভিএস লক্ষণ তো রীতিমতো বিস্মিত, ‘ও এত স্মার্ট বোলার! শুরুর দিকে ওর বলে তিন-চার রকমের বৈচিত্র্য, শেষের দিকে আবার তিন-চার রকমের। আর সবকিছুতে কী দারুণ নিয়ন্ত্রণ! আন্তর্জাতিক ক্রিকেটে যার এক বছরও হয়নি, তার পরও মনে হয় কত-না অভিজ্ঞ এক বোলার!’ হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারও মনে করছেন মুস্তাফিজ লম্বা রেসের ঘোড়া, ‘অবিশ্বাস্য! আমি বেঙ্গালুরুতে তার কিছু বল খেলেছি, ও আমার স্টাম্প উড়িয়ে দিতে চেয়েছিল। ও যেভাবে বলের গতি পরিবর্তন করে সেটা একটা শিল্প। নিশ্চিতভাবেই ভবিষ্যতে সে গ্রেট বোলারদের একজন হবে।’ সবে তো শুরু। আইপিএলেই এখনো বহু ম্যাচ বাকি। ফলে এমন প্রশংসার বাণী হয়তো অনেকই উচ্চারিত হবে মুস্তাফিজের নামে। আজও হতে পারে। কারণ আজ রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে মাঠে নামছে মুস্তাফিজের হায়দরাবাদ।
Info: www.manobkantha.com
No comments:
Post a Comment