বাংলাদেশি বিস্ময়
পেসার
মুস্তাফিজুর রহমান। বোলিং
নৈপুণ্যে মুগ্ধতা ছড়িয়েই
চলেছেন
তিনি। ক্যারিয়ারের প্রত্যেকটি খেলায়
নজর
কেড়েছেন ক্রিকেট বিশ্বের। কি আন্তর্জাতিক, কি
আইপিএল,
সব
ক্ষেত্রেই সমান
সাফল্য
দেখিয়ে
যাচ্ছেন।
এইতো
আইপিএলের অভিষেকেই উজ্জ্বলতা ছড়িয়েছেন এই
কাটার
মাস্টার। বিরাট
কোহলি-ডি ভিলিয়ার্সদের নাকানি-চুবানি খাইয়েছেন। যেখানে
সানরাইজার্সের বাকি
বোলাররা ওই
দুই
ব্যাটসম্যানদের ঝড়
সামলাতে ব্যতিব্যস্ত, সেখানে
মুস্তাফিজের বল
খেলতে
হিমশিম
খেয়েছেন কোহলিরা। ম্যাচে
চার
ওভারে
মাত্র
২৬
রানে
তুলে
নিয়েছিলেন ২
উইকেট।
আর
এতে
করে
আরেকবার মুস্তাফিজ বিশ্বের গ্রেট
ক্রিকেটারদের প্রশংসা কুড়িয়ে
নিয়েছেন।
সাতক্ষীরার ছেলে মুস্তাফিজকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেছেন সানরাইজার্স হায়দরাবাদের উপদেষ্টা ভিভিএস লক্ষ্মণ। তিনি বর্তমান সময়ের আরেক দুর্দান্ত পাকিস্তানি পেস বোলার মোহাম্মদ আমিরের সঙ্গে কাটারের তুলনা করেছেন।
আইপিএল নিয়ে একটি টেলিভিশন শোতে লক্ষ্মণ বলেন, মোহাম্মদ আমির নতুন বলে সুইং করাতে না পারলে একটু সমস্যা পড়েন। তবে তার ইয়র্কার খুব কার্যকর। এদিক দিয়ে মুস্তাফিজ আরও এগিয়ে। তার বোলিংয়ে বৈচিত্র্য অনেক বেশি। সে একজন কার্যকর টি-টোয়েন্টি বোলার। দুই দিকেই বল সুইং করাতে পারে মুস্তাফিজ। তার দুই ধরনের ইয়র্কারই আছে, একটা বাইরের দিকে, অন্যটা একেবারে ব্যাটের তলায়। তাই লক্ষ্মণ মনে করেন, মুস্তাফিজের ‘কাটার’ যেকোনো ব্যাটসম্যানের জন্যই ভয়ংকর।
সাতক্ষীরার ছেলে মুস্তাফিজকে নিয়ে নিজের মুগ্ধতার কথা বলেছেন সানরাইজার্স হায়দরাবাদের উপদেষ্টা ভিভিএস লক্ষ্মণ। তিনি বর্তমান সময়ের আরেক দুর্দান্ত পাকিস্তানি পেস বোলার মোহাম্মদ আমিরের সঙ্গে কাটারের তুলনা করেছেন।
আইপিএল নিয়ে একটি টেলিভিশন শোতে লক্ষ্মণ বলেন, মোহাম্মদ আমির নতুন বলে সুইং করাতে না পারলে একটু সমস্যা পড়েন। তবে তার ইয়র্কার খুব কার্যকর। এদিক দিয়ে মুস্তাফিজ আরও এগিয়ে। তার বোলিংয়ে বৈচিত্র্য অনেক বেশি। সে একজন কার্যকর টি-টোয়েন্টি বোলার। দুই দিকেই বল সুইং করাতে পারে মুস্তাফিজ। তার দুই ধরনের ইয়র্কারই আছে, একটা বাইরের দিকে, অন্যটা একেবারে ব্যাটের তলায়। তাই লক্ষ্মণ মনে করেন, মুস্তাফিজের ‘কাটার’ যেকোনো ব্যাটসম্যানের জন্যই ভয়ংকর।
Info: http://www.manobkantha.com
No comments:
Post a Comment