Pages

Sunday, April 24, 2016

সকালে পান করুন এক গ্লাস গরম পানি

পানি পানের উপকারিতার কথা সবাই জানি সুস্থতার জন্য দৈনিক অন্তত আট গ্লাস পানি পান করা দরকার তবে আট গ্লাস পানি পান করলেও বিশেষ করে গরমকালে, খানিকটা গরম পানি পান করাটাকে খুব সচেতনভাবেই এড়িয়ে চলি আমরা তবে এই গরমে এক গ্লাস গরম পানি আপনার শরীরকে অনেক সুফল এনে দিতে পারে 
Image result for সকালে পান করুন এক গ্লাস গরম পানি
শরীরের বাড়তি ওজন কমাতে গরম পানি বেশ কাজের এটি খুব সহজেই আপনার শরীরের জমানো চর্বিকে গলতে সাহায্য করবে তাই প্রতিদিন সকালেই এক গ্লাস গরম পানি পান করুন ঠাণ্ডাজনিত যেকোনো সমস্যায় এক গ্লাস গরম পানি আপনাকে দিতে পারে অসম্ভব ভালো ফলাফল গরম পানি পান করলে আপনার শরীর গরম হবে তাতে ঘামের জন্ম হবে আর এই ঘামের মাধ্যমেই নিজের যত বিষাক্ত পদার্থ বাইরে বের করে দেবে শরীর। গরম পানি ত্বকের নষ্ট হয়ে যাওয়া লাবণ্যকেও ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই এক গ্লাস গরম পানি পান করলে আপনার ত্বক থেকে থেকে খুব সহজেই বয়সের ছাপকে দূরে রাখতে পারবেন আপনি। গরম পানি পান চুলের কোষগুলোকে তাজা রাখে, চুলের গোড়াকে অনেক বেশি শক্তিশালী করে চুলকে কোমল পরিমাণে অনেকটা বেশি হয়ে উঠতে সাহায্য করে। এছাড়াও এর মাধ্যমে চুলের বৃদ্ধিকেও ত্বরান্বিত করতে পারেন। খাবার হজম করা, কোষ্ঠকাঠিন্য রোধসহ আরো অনেকভাবে দৈনন্দিন জীবনে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে এক গ্লাস গরম পানি।

No comments:

Post a Comment