পাকিস্তানের কোচ
হওয়ার
ইচ্ছা
প্রকাশ
করলেন
বিনোদ
কাম্বলি৷ প্রাক্তন ভারতীয় এই
ব্যাটসম্যান টুইটারে সেকথাই
জানিয়েছেন৷ এশিয়া
কাপ
ও
সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরেই
কোচের
পদ
থেকে
ইস্তফা
দেন
ওয়াকার ইউনুস৷
তারপর
পাক
বোর্ডই কোচ
চাই
বলে
ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়েছিল৷
পাকিস্তানের মহিলা
সাংবাদিক আসমা
শিরাজিকে টুইট
করে
কাম্বলি বলেন,‘
আচ্ছা
শুনলাম
পাকিস্তানের কোচ
খুঁজছে,
ওদেরকে
বলবেন
যে,
আমি
ফাঁকা
আছি৷’
কাম্বলির এই
টুইটের
পরেই
একজন
লেখেন,‘আচ্ছা দাদা যে
দলটা
ভারতে
খেলতেই
আসতে
চায়
না,
তাদেরকে ম্যানেজ করবেন
কি
করে?
ওরকম
একটা
ভয়ঙ্কর দেশে
গিয়ে
থাকবেনই বা
কি
করে?’
এটা
দেখে
কাম্বলি রিটুইট
করে
বলেন,‘
ভাইজান
শুনুন,
আমি
বেকার
নই৷
যদি
আক্রম
(ওয়াসিম
আকরাম)
আইপিএল-এ কোচিং করাতে
পারে
তাহলে
আমি
কেন
পাকিস্তানের কোচ
হতে
পারব
না?’
জুলাই মাসে পাকিস্তান চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে৷ তার আগেই শাহরিয়ার খানের বোর্ড নতুন কোচ নিযুক্ত করবে৷ এখন দেখার কাম্বলি চাকরিটা পান কিনা?
জুলাই মাসে পাকিস্তান চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে৷ তার আগেই শাহরিয়ার খানের বোর্ড নতুন কোচ নিযুক্ত করবে৷ এখন দেখার কাম্বলি চাকরিটা পান কিনা?
Info:
http://www.manobkantha.com
No comments:
Post a Comment