Pages

Sunday, April 10, 2016

আজ সাকিবের দলের খেলা

এক সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বাংলাদেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু এক/দুই বছর থেকে সেখানে ব্যাপক ভাটা পড়েছে এর কারণও আছে একাধিক অন্যতম কারণ হলো বাংলাদেশের প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের তাচ্ছিল্যভাব, আইসিসিতে মোড়লিপনার নেতৃত্ব দেয়া, সাকিব ছাড়া আর কোনো খেলোয়াড়কে আইপিএলের কোন দলে না ডাকা ইত্যাদি 
আজ সাকিবের দলের খেলাআবার সাকিব খেললেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে তাকে বেশ কয়েকটি ম্যাচে সেরা একাদশের বাইরে থাকতে হয়েছে যেখানে তার পার্ফরম্যান্স ছিল খুবই ভালো এবার আবার আইপিএলের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ বেশ বেড়েছে এর কারণ কিন্তু একটিই মুস্তাফিজ মুস্তাফিজের প্রথম খেলা ১২ এপ্রিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মুস্তাফিজকে বোলিং করতে হবে বিরাট কোহলি-ক্রিস গেইল, ডি ভিলিয়ার্সের মতো কুড়ি ওভারের ম্যাচেরখুনেব্যাটসম্যানদের বিপক্ষে কী রকম হবে তার অভিষেক? সবাই তাকিয়ে আছেন সে ম্যাচের দিকে এদিকে আজ আবার চলতি মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের কলকাতা নাইট রাইডার্স এক মৌসুম আগের চ্যাম্পিয়ন বলিউড বাদশা শাহরুখ খানের দলের এবারের টার্গেট তৃতীয়বারের মতো শিরোপা জেতা আইপিএলে সাকিব শুরু থেকেই আছেন এই দলে নাইট রাইডার্সের প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সময় সাকিবের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ বল হাতে ১০ উইকেট ব্যাট হাতে দুইশরানের ওপরে করা একমাত্র খেলোয়াড় ছিলেন তিনি এখন পর্যন্ত তিনি দলের হয়ে নিয়েছেন ৩২ উইকেট ব্যাট হাতে তার অবদান আছে ২৪ ইনিংসে ৩৮৩ রান হয়তো এবারও দলের শিরোপা জয়ে বিদেশি খেলোয়াড়দের মাঝে সাকিবই হয়ে উঠবেন মহাগুরুত্বপূর্ণ অলরাউন্ডার 
Info: http://www.manobkantha.com

No comments:

Post a Comment