টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে দলের প্রাপ্তির খাতা
শূন্য
হলেও
খালি
হাতে
ফিরতে
হয়নি
টাইগারদের। ব্যাট হাতে
রান
করে
গেছেন
টাইগার
ওপেনার
তামিম
ইকবাল
আর
বল
হাতে
একের
পর
এক
চমক
দেখিয়ে
তিন
ম্যাচেই নয়
উইকেট
তুলে
নিয়েছেন মুস্তাফিজ। সকল পর্বের
খেলা
শেষ
হলেও
ফাইনাল
ম্যাচ
শুধু
বাঁকি। আর
এখন
পর্যন্ত এই
টুর্নামেন্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের
ইনিংসের তালিকায় সবার
ওপরেই
আছেন
বাংলাদেশের ড্যাশিং ওপেনার
তামিম
ইকবাল। এছাড়াও
ইনিংস
সেরা
বোলার
হিসেবে
সবার
ওপরেই
কাটার
মাস্টার মুস্তাফিজ।
আইসিসির পরিসংখ্যানে দেখা যায়, ছয় ম্যাচে ২৯৫ রান করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও তামিম। এছাড়াও টুর্নামেন্টের সবচেয়ে বেশি ছয়ের মার এসেছে তামিমের ব্যাট থেকে। ১৪টি ছয় হাকিয়ে তিনি এ তালিয়কায় সবার শীর্ষে রয়েছেন। পাঁচ ম্যাচ খেলে ২৭৩ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ, তার সংগ্রহ ২২২ রান, চতুর্থ স্থানে ইংল্যান্ডের জো রুট, তার সংগ্রহ ১৯৫ রান ও পঞ্চম স্থানে চতুর্থ স্থানে ইংল্যান্ডের জ্যাসন রয়, তার সংগ্রহ ১৮৩ রান।
অপর দিকে চোটের জন্য টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে খেলা হয়নি বাংলাদেশের অন্যতম পেসার মুস্তাফিজুরের। অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে ছিল তার সামর্থ্যের ইঙ্গিত। মুস্তাফিজের সেরাটা আসে গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ২২ রান দিয়ে ৫ উইকেট নেন এই তরুণ পেসার। যার মধ্যে চারটিই ছিল বোল্ড। আর এর সুবাধে ইনিংস সেরা বোলারের তালিকায় সবার শীর্ষে অবস্থান এই পেসারের।
আইসিসির পরিসংখ্যানে দেখা যায়, ছয় ম্যাচে ২৯৫ রান করে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকও তামিম। এছাড়াও টুর্নামেন্টের সবচেয়ে বেশি ছয়ের মার এসেছে তামিমের ব্যাট থেকে। ১৪টি ছয় হাকিয়ে তিনি এ তালিয়কায় সবার শীর্ষে রয়েছেন। পাঁচ ম্যাচ খেলে ২৭৩ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। তৃতীয় স্থানে রয়েছে আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ, তার সংগ্রহ ২২২ রান, চতুর্থ স্থানে ইংল্যান্ডের জো রুট, তার সংগ্রহ ১৯৫ রান ও পঞ্চম স্থানে চতুর্থ স্থানে ইংল্যান্ডের জ্যাসন রয়, তার সংগ্রহ ১৮৩ রান।
অপর দিকে চোটের জন্য টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে খেলা হয়নি বাংলাদেশের অন্যতম পেসার মুস্তাফিজুরের। অস্ট্রেলিয়া-ভারতের বিপক্ষে ছিল তার সামর্থ্যের ইঙ্গিত। মুস্তাফিজের সেরাটা আসে গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ২২ রান দিয়ে ৫ উইকেট নেন এই তরুণ পেসার। যার মধ্যে চারটিই ছিল বোল্ড। আর এর সুবাধে ইনিংস সেরা বোলারের তালিকায় সবার শীর্ষে অবস্থান এই পেসারের।
Info:
http://www.manobkantha.com
No comments:
Post a Comment