Pages

Monday, April 18, 2016

আজো কি রোহিত ঘাতক মুস্তাফিজ!

কি যাতনা বিষে/বুঝিবে সে কিসে/কভু আশীবিষে/দংশেনি যারে-কথাগুলো মুস্তাফিজের ক্ষেত্রে প্রযোজ্য তার বিষাক্ত কাটার আর ইয়র্কারে কী পরিমাণ বিষ মাখানো থাকে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন তাকে মোকাবিলা করা এক একজন ব্যাটসম্যান যে তালিকায় আছেন বিশ্বের তাবৎ সেরা সব ব্যাটসম্যান
আজো কি রোহিত ঘাতক মুস্তাফিজ! মুস্তাফিজে কী বিষ মাখানো তাকে তা সর্বশেষ টের পেয়েছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে রাসেল প্রথম বলে এক রান নিয়েছিলেন কিন্তু ফিরে আসার পর মুস্তাফিজ পরের বলেই তার স্টাম্প উপড়ে ফেলেন শুধু কি তাই? মুস্তাফিজের বলে কোনো কিছু বুঝতে না পেরে বিশাল দেহের অধিকারী আন্দ্রে রাসেল নিজের শরীরের ভারসাম্যও ধরে রাখতে পারেননি হন ভূপতিত দেখতে কী চমৎকার ছিল! যদিও আন্দ্রে রাসেলকে দেখে সবারই মায়া লেগেছে এবারের আইপিএলে মুস্তাফিজ তাই এক বিস্ময় আর রহস্যের নাম এখন পর্যন্ত  দুটি  ম্যাচ খেলেছেন যেখানে তার দল সানরাইজার্স হায়দরাবাদ হেরেছে বাজেভাবে কিন্তু ব্যতিক্রম ছিলেন এই কাটার মাস্টার দুটি ম্যাচেই তিনি সফল তা যেমন ব্যাঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্সের বিশ্বসেরা ব্যাটিংলাইন আপের বিরুদ্ধে, তেমনি কলকাতা নাইট রাইডার্সের অখ্যাত ব্যার্টিংলাইন আপের বিরুদ্ধেও দুটি ম্যাচেই তিনি যেমন রান দেয়ার ক্ষেত্রে কৃপণ ছিলেন, তেমনি উইকেট পাওয়ার ক্ষেত্রে ছিলেন সফল
যারা এখনো আন্দ্রে রাসেলকে ভূপতিত করার দৃশ্য ভুলতে পারেননি, তাদের সামনে আজ আবার হাজির মুস্তাফিজ আজ নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স কী রহস্য আর বিস্ময় অপেক্ষা করছে আজকের ম্যাচে? আজ তিনি কী রকম হুল ফুটাবেন? কী অপেক্ষা করছে মুম্বাইয়ের দলপতি রোহিত শর্মার কপালে ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজ যে রোহিত শর্মারঘাতকহয়ে উঠেছেন একদিনের টি-টোয়েন্টি মিলে দুই জনের সাক্ষাৎ ঘটেছে পাঁচবার যেখানে চারবারই মুস্তাফিজের শিকার হয়েছেন রোহিত তিনটি একদিনের ম্যাচে তিনবারই, আর দুটি টি-টোয়েন্টি ম্যাচে একবার সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মা শিকার হয়েছিলেন মুস্তাফিজের দেখা যাচ্ছে মুস্তাফিজে রক্ষা নেই রোহিত শর্মার ম্যাচে তিনি চার বল খেলে আট রান করেছিলেন বাংলাদেশ সফরে মুস্তাফিজের একদিনের স্মরণীয় করে রাখা অভিষেক সিরিজে তিন ম্যাচে রোহিত বাঁচতে পারেননি মুস্তাফিজের হাত থেকে প্রথম ম্যাচে চার বলে খেলে রান করেছিলেন দুই দ্বিতীয় ম্যাচে দুই বলে কোনো রানই করতে পারেননি তৃতীয় ম্যাচে ১৬ বলে মোকাবিলা করে রান করেছিলেন ১৩ একমাত্র এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে রোহিত নিজেকে মুস্তাফিজের হাত থেকে বাঁচাতে পেরেছিলেন ম্যাচে ছয় বল খেলে ১১ রান করেছিলেন হায়দরাবাদ-মুম্বাই ম্যাচের আড়ালে ম্যাচটি মুস্তাফিজ-রোহিত লড়াইয়েও পরিণত হবে দেখার বিষয় থাকবে সে লড়াইয়ে রোহিত নিজেকে মুস্তাফিজের হাত থেকে বাঁচাতে পারেন কি-নাএকই সঙ্গে মুস্তাফিজও কি পারবেন দলকে হারের বৃত্ত থেকে বের করে নিয়ে আসতে?
Info: http://www.manobkantha.com

No comments:

Post a Comment