দিল্লি
ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচে কলকাতা নাইট
রাইডার্স একাদশে জায়গা পেলেন
না সাকিব আল হাসান। ভারতীয়
প্রিমিয়ার লীগে (আইপিএল) কলকাতার
অ্যাওয়ে ম্যাচে একাদশে জায়গা
দেয়া হয়েছে ক্যারিবীয় ফাস্ট
বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডারকে।
একাদশে ফিরেছেন অজি লেগ স্পিনার
ব্র্যাড হগও। নাইট
রাইডার্স একাদশে জায়গা ধরে
রেখেছেন অপর ক্যারিবীয় অলরাউন্ডার
আন্দ্রে রাসেল ও অফ
স্পিন তারকা সুনীল নারাইন। শনিবার
দিল্লির ফিরোজ শাহ কোটলা
মাঠে টস জিতে ব্যাটিং
বেছে নেন কলকাতা নাইটরাইডার্স
অধিনায়ক গৌতম গম্ভীর ।
আর ইনিংসের প্রথম ওভারেই বল
হাতে জোড়া আঘাত হানেন
আন্দ্রে রাসেল। দিল্লির
প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি
কক ১ ও ভারতীয়
ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ০ রানে
সাজঘরে ফেরেন। ব্যক্তিগত
১৫ রানে নারাইনকে উইকেট
দেন দিল্লির ওয়ানডাউন ব্যাটসম্যান সঞ্জু স্যামসন।
৫ ওভার শেষে দিল্লির
সংগ্রহ দাঁড়ায় ৩২/৩-এ।
Info: http://www.mzamin.com

No comments:
Post a Comment