Pages

Saturday, May 18, 2013

মাইক্রোসফ্ট ওয়ার্ড কি?



আমেরিকার বিখ্যাত মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত মাইক্রোসফ্ট ওয়ার্ডকে সংক্ষেপে এম এস ওয়ার্ড বলা হয়
MS Word হচ্ছে একটি প্যাকেজ প্রোগ্রাম আই. বি. এম বা আই. বি . এম কমপিটিব্ল কম্পিউটারে পূর্বে  DOS ভিত্তিক বিভিন্ন প্যাকেজ প্রোগ্রাম প্রচলিত ছিল যেমন-ওয়ার্ড স্টার এবং ওয়ার্ড পারফেক্ট ., . ইত্যাদি   এটও GUI (Graphical User Interface বা চিত্রভিত্তিক উইন্ডোজ পরিবেশে লেখালেখির কাজ করার জন্য Microsoft Corporation, MS-Word প্রস্তুত করে কমান্ড মুখ¯ না রেখে বিভিন্ন কমান্ডের প্রতিনিধিত্বকারী সুদৃশ্য চিত্র বা আইকন এবং মেনু ব্যবহার করে সহজেই কাজ করা যায়  বলে ওয়ার্ডপ্রসেসিং-এর প্রোগ্রামটি বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে উইন্ডোজ সিস্টেমের জন্য তৈরি বিভিন্ন ধরনের বাংলা ফন্ট ব্যবহার করে বাংলায় মুদ্রণের যাবতীয় কাজ করা যায় বলে বাংলাদেশে এম. এস-ওয়ার্ড দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে এম. এস-ওয়ার্ড দিয়ে লেখালেখির যাবতীয় কাজ ছাড়াও বিভিন্ন ধরনের ড্রয়িংয়ের কাজ করা যায় ১৯৯৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যš আই. বি. এম পিসির জন্য ওয়ার্ডের তিনটি সংস্করণ বের হয়েছিল প্রথম সংস্করণটি হল .  এর পরেরটি . এবং ১৯৯৫ সালের আগস্ট মাসে সারা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে আসা উইন্ডোজ ৯৫ এর জন্য এম. এস- ওয়ার্ড ভার্সন হল . ওয়ার্ডের . এর পরের ভার্সন হলো ওয়ার্ড ৯৫ আলোড়ন সৃষ্টিকারী উইন্ডোজ-৯৫ এর ওয়ার্ড বা ওয়ার্ড . এর সবকিছু অক্ষত রেখে সময়ের সাথে তাল মিলিয়ে নতুন অনেক কিছু সংযোজন করে সমৃদ্ধ করা হয়েছে
ওয়ার্ড ৯৭ কে ওয়ার্ড ৯৭ এর পরের ভার্সন হলো ওয়ার্ড ২০০০ ওয়ার্ড ২০০০ বের হওয়ার অল্প সময়ের মধ্যে বের হয় ওয়ার্ড এক্সপি ওয়ার্ড ২০০০ এর প্রায় সবকিছু অক্ষত রেখে নতুন আরো অনেক কিছু সংযোজন করে সমৃদ্ধ করা হয়েছে ওয়ার্ড এক্সপিকে অফিস ২০০০ ওয়েব পেজে প্রাফিক্স ব্যবহার করা সহজ করেছে ওয়েব পেজের জন্য গ্রাফিক্স স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়  GIF, JPEG, PNG, Vector Markup Language (VML) সংরক্ষিত হয়  ফাইলকে ওয়েবপেজ হিসেবে সংরক্ষন করার পর প্রয়োজনে অফিস প্রোগ্রামে ওয়েবপেজ ওপেন করা প্রাফিক্স এবং অবজেক্টকে সম্পাদনা করা যায়
 More info: www.my24bd.com/learnmsword