হীদ
আফ্রিদিকে আউট
করে
তার
জায়গায়
ইন
হয়েছেন
সরফরাজ
আহমেদ। পাকিস্তানের নতুন
টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার নাম
ঘোষণা
করেছে
পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ড
(পিসিবি)।
ডনের
খবরে
বলা
হয়,
পিসিবি
প্রধান
শাহরিয়ার খান
মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন,
‘সকালে
আমি
সরফরাজকে জানিয়েছি, সে-ই এখন থেকে
পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক।’ তবে
অধিনায়ক হিসেবে
সরফরাজের সামনে
নির্দিষ্ট সময়সীমা বেঁধে
দেয়া
হয়নি
বলে
তিনি
জানান।
এর আগে কোনো ফরম্যাটেই জাতীয় দলকে নেতৃত্ব দেননি সরফরাজ। তবে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের প্রথম ঘরোয়া টি-টোয়েন্টি লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক ছিলেন তিনি।
এখন পর্যন্ত ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী এই উইকেট রক্ষক-ব্যাটসম্যান। রান করেছেন ২৯১।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার আফ্রিদির নেতৃত্বে সুপার টেন থেকেই বিদায় নেয় পাকিস্তান। তিনি যে আর অধিনায়ক থাকছেন না, সেটি একরকম নিশ্চিতই ছিল। তার ওপর আফ্রিদি নিজেই অধিনায়কের পদ ছাড়েন। তাই পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা ছিল সময়ের ব্যাপার।
Info: http://www.manobkantha.com
এর আগে কোনো ফরম্যাটেই জাতীয় দলকে নেতৃত্ব দেননি সরফরাজ। তবে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের প্রথম ঘরোয়া টি-টোয়েন্টি লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক ছিলেন তিনি।
এখন পর্যন্ত ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৮ বছর বয়সী এই উইকেট রক্ষক-ব্যাটসম্যান। রান করেছেন ২৯১।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার আফ্রিদির নেতৃত্বে সুপার টেন থেকেই বিদায় নেয় পাকিস্তান। তিনি যে আর অধিনায়ক থাকছেন না, সেটি একরকম নিশ্চিতই ছিল। তার ওপর আফ্রিদি নিজেই অধিনায়কের পদ ছাড়েন। তাই পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের নাম ঘোষণা ছিল সময়ের ব্যাপার।
Info: http://www.manobkantha.com
No comments:
Post a Comment