লিভার
শরীরের
গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভারের কার্যক্রম খারাপ
হলে
শরীরে
বিষাক্ত পদার্থ
তৈরি
হয়। হজম
ও
বিপাক
প্রক্রিয়ায় লিভার
বড়
ভূমিকা
রাখে। কিছু
বিষয়
রয়েছে,
যেগুলো
লিভারকে অকার্যকর করে
দেয়ার
জন্য
দায়ী। মদ্যপান লিভার
অকার্যকর হওয়ার
একটি
অন্যতম
কারণ।
লিভারে
প্রদাহ,
ফ্যাটি
লিভার
ও
সিরোসিস ইত্যাদি মদ্যপান থেকে
হতে
পারে। বেশি
মদ্যপান লিভারের কোষগুলো ক্ষতিগ্রস্ত করে। যারা
অনেক
বেশি
মদ্যপান করেন,
তারা
লিভারের সমস্যায় বেশি
ভোগেন। শরীরের
বাড়তি
ওজন
লিভার
অকার্যকর হওয়ার
আরেকটি
কারণ। যাদের
ওজন
বেশি,
তাদের
লিভার
অকার্যকর হওয়ার
আশঙ্কা
বেশি। কিছু
ওষুধ
রয়েছে,
যেগুলো
বেশি
খেলে
লিভার
ক্ষতিগ্রস্ত হয়।
বিষন্নতা দূর
করা
বা
মনকে
শান্ত
রাখার
জন্য
কিছু
ওষুধ
লিভারের ক্ষতি
করে।
তাই
এসব
ওষুধ
খাওয়ার
আগে
চিকিৎসকের পরামর্শ নিন।
ডায়াবেটিস লিভার
অকার্যকর হওয়ার
ঝুঁকি
৫০
শতাংশ
বাড়িয়ে
দেয়।
তাই
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা
জরুরি।
পুষ্টিসমৃদ্ধ ওষুধ
বেশি
খাওয়াও
লিভার
অকার্যকর হওয়ার
কারণ
হতে
পারে।
এটি
লিভারে
প্রদাহ
তৈরি
করে।
তাই
এসব
ওষুধ
খাওয়ার
আগে
চিকিৎসকের পরামর্শ নিন।
ধূমপানের ক্ষতিকর রাসায়নিক পদার্থ
লিভারের কোষকে
ধীরে
ধীরে
ক্ষতিগ্রস্ত করে।
এক
পর্যায়ে লিভার
অকার্যকর হতে
পারে।
বেশি
লবণ
খেলে
লিভারের ক্ষতি
হয়।
দীর্ঘমেয়াদে বেশি
লবণ
খেতে
খেতে
একপর্যায়ে লিভারকে অকার্যকর করে
দেয়।
Info : http://www.manobkantha.com
Info : http://www.manobkantha.com
No comments:
Post a Comment