প্রথমবারের মতো
ওয়ানডে
ক্রিকেট র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে
এসেছে
বাংলাদেশ জাতীয়
ক্রিকেট দল। যদিও
এখনও
আনুষ্ঠানিকভাবে আইসিসির পক্ষ
থেকে
ঘোষণা
করা
হয়নি। র্যাঙ্কিং বিষয়ে আইসিসি ই-মেইল করে কিংবা
নিজেদের ওয়েব
সাইটে
ঘোষণা
করা
হয়
তবে
এবার
আইসিসি
থেকে
নয়,
তবে
আইসিসির সভা
থেকে
ফিরে
বিসিবি
সভাপতি
নাজমুল
হাসান
নিশ্চিত করেছেন
এ
খবর।

১২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭ রেটিং), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)। বাংলাদেশের পরে রয়েছে ইংল্যান্ড, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তানের মত দলগুলো।
বাৎসরিক একটা পর্যায়ে র্যাঙ্কিং হালনাগাদ করার কারণেই সাত নম্বর থেকে প্রথমবারেরমত পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
দুবাইতে অনুষ্ঠিত আইসিসির মিটিং শেষ করে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন বাংলাদেশের জন্য এই সুখবর। শুধু তাই নয়, ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব খেলার যে কথা ছিল বাংলাদেশের, সেটাও এখন আর প্রয়োজন হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
২০১৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশ ওয়ানডেতে ভালো খেলছে। এর আগে অবস্থা শোচনীয়ই ছিল। হালনাগাদের সময়কালটা তো বটেই, সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের ছাপ থাকল র্যাঙ্কিংয়ে। পাঁচে উঠে যাওয়া বাংলাদেশের জন্য অবশ্যই বড় সুখবর। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর র্যাঙ্কিংয়ের সবার উপরে থাকা আট দল সরাসরি খেলবে ২০১৯ বিশ্বকাপ।
Info :
http://www.manobkantha.com
No comments:
Post a Comment