Pages

Thursday, April 7, 2016

ই-কমার্স শুধু শহরে নয় গ্রামেও ছড়িয়ে দিতে হবে: পলক

-কমার্স শুধু শহরের মধ্যে আবদ্ধ না রেখে গ্রামাঞ্চলেও ছড়িয়ে দিতে আহ্বান জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৃহস্পতিবার -কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (-ক্যাব) এর -কমার্স দিবস পালন উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। -ক্যাব ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
ই-কমার্স শুধু শহরে নয় গ্রামেও ছড়িয়ে দিতে হবে: পলকএসময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, টেকসই মজবুত -কমার্স খাত গড়ে তুলতে হলে এর সুনির্দিষ্ট একটি নীতিমালা প্রয়োজন। যদি সঠিকভাবে নীতিমালা তৈরি করা সম্ভব হয় তবে উৎপাদক ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীদের দূর করা সম্ভব হবে। আর এটা সম্ভব হলে কম মূল্যে ভালো মানের পণ্য সারাদেশে ছড়িয়ে দেয়া যাবে। তিনি বলেন, -কমার্সের মাধ্যমে গ্রামের অনেক নারী তাদের হাতে তৈরি পণ্য যেনো সহজেই বিক্রি করতে পারেন সেদিকে নজর দিতে হবে। শহরের পাশাপাশি গ্রাম ইউনিয়ন পর্যায়ে -কমার্সকে ছড়িয়ে দিতে হবে। পলক বলেন, ইতিমধ্যে -কমার্সের একটি খসড়া নীতিমালা প্রস্তুত করা হয়েছে। সেটাকে আরো পরিমার্জন করতে কাজ চলছে। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বলেন, ২০০৮ সালে বর্তমান সরকার যখন ডিজিটাল বাংলাদেশের কথা নির্বাচনী ইশতেহারে বলে তখন অনেকে এটা নিয়ে হাসাহাসি করেছিল। কিন্তু আজ আমরা দেখিয়ে দিয়েছি এটা সম্ভব। যুক্তরাষ্টের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আমাদের ডিজিটাল বাংলাদেশের প্রসংশা করেছেন। এসময় -ক্যাব সভাপতি রাজিব আহমেদ বলেন, আমরা চাই সরকারিভাবে এপ্রিল মাসের তারিখকে -কমার্স দিবস এই মাসকে -কমার্স মাস হিসেবে ঘোষণা দেয়া হোক। আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এসএসএলের জিএম আশীষ চক্রবর্তী, কিউ ক্যাশের বিজনেস ডিরেক্টর ওসমান হায়দার, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এমডি শেখ তানভীর হায়দার রনি এবং -ক্যাব ভাইস প্রেসিডেন্ট রেজওয়ানুল হক জামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মফিজুর রহমানসহ আরো অনেকে।
Info: http://www.manobkantha.com

No comments:

Post a Comment