আন্তরিকতার সঙ্গে
নিজ
ধর্ম
পালন
করে
থাকেন। বিভিন্ন সময়েও
তার
প্রমাণ
দিয়েছেন। আল্লাহর প্রতি
তার
আনুগত্য কতটুকু
তা
তার
লেখা
দেখেই
বুঝা
যায়। তিনি
হচ্ছেন
বাংলাদেশ জাতীয়
দলের
ওপেনার
তামিম
ইকবাল। এইতো
শুক্রবার নিজের
প্রিয়
সন্তান
আরহাম
ইকবাল
খানকে
সঙ্গে
নিয়ে
ওমরাহ
পালন
করেছেন
বাংলাদেশ দলের
এই
হার্ড
হিটার
ব্যাটসম্যান।

এর আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে তামিম একবার হজ করেছেন। এরপর গত বছর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ শেষে ফিরেই ওমরাহ পালন করেন।
কয়েকদিনের মধ্যে তামিমের দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন তিনি।
Info: http://www.manobkantha.com
No comments:
Post a Comment