একের
পর
এক
ঝলক
দেখিয়ে
যাচ্ছেন ক্রিকেটের বিস্ময়
বালক
মুস্তাফিজুর রহমান। এরই
ধারাবাহিকতায় এবার
টি-টোয়েন্টির সবচেয়ে মিতব্যয়ী পেসার
হিসেবে
নিজের
নাম
লিপিবদ্ধ করালেন
তিনি।
পরিসংখ্যানে দেখা
যায়,
মুস্তাফিজ এ
পর্যন্ত ২৫টি
টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই
২৫টি
ম্যাচে
তার
ওভারপ্রতি রান
দেয়ার
হার
মাত্র
৫.৯৪। অর্থাৎ প্রতি
ওভারে
গড়ে
ছয়
রানও
তিনি
দেননি।
অপরদিকে পেসারদের মধ্যে
দ্বিতীয় স্থানে
আছেন
অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ক্লার্ক। তার
ইকোনমি
রেট
৬.০৭। আর কোনো
পেসারের ইকোনমি
রেট
ছয়ের
নিচে
নেই।
এদিকে আইপিএলেও যথেষ্ট উজ্জ্বল মুস্তাফিজের পারফরম্যান্স। তিন ম্যাচে চার উইকেট নিয়ে এখন পর্যন্ত তিনিই সানরাইজার্স হায়দরাবাদের সেরা বোলার।
তাইতো তার এমন অসাধারণ বোলিংয়ের প্রশংসা করলেন ধারাভাষ্যকার ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ার এ কিংবদন্তি জানালেন, আইপিএলের নবম আসরে এখনো পর্যন্ত স্লোগ ওভারে সবার চেয়ে এগিয়ে মুস্তাফিজুর। তিনি বলেন, গত এশিয়া কাপেও আমি তার বোলিং দেখেছি। অসাধারণ সে। নিষ্প্রাণ উইকেটেও নিজেকে মেলে ধরতে পারে।
এদিকে আইপিএলেও যথেষ্ট উজ্জ্বল মুস্তাফিজের পারফরম্যান্স। তিন ম্যাচে চার উইকেট নিয়ে এখন পর্যন্ত তিনিই সানরাইজার্স হায়দরাবাদের সেরা বোলার।
তাইতো তার এমন অসাধারণ বোলিংয়ের প্রশংসা করলেন ধারাভাষ্যকার ম্যাথু হেইডেন। অস্ট্রেলিয়ার এ কিংবদন্তি জানালেন, আইপিএলের নবম আসরে এখনো পর্যন্ত স্লোগ ওভারে সবার চেয়ে এগিয়ে মুস্তাফিজুর। তিনি বলেন, গত এশিয়া কাপেও আমি তার বোলিং দেখেছি। অসাধারণ সে। নিষ্প্রাণ উইকেটেও নিজেকে মেলে ধরতে পারে।
Info: http://www.manobkantha.com
No comments:
Post a Comment