Pages

Sunday, April 3, 2016

প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয় নারীরা

টি টোয়েন্টি নারী বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলেন ক্যারিবীয় নারীরা অজি নারীদের দেয়া ১৪৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা ক্যারিবীয় নারীরা বল উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যান ক্যারিবীয় দলের দুই ওপেনার হেইলি ম্যাথিউস অধিনায়ক স্ট্যাফানি টেইলরে অর্ধশত রানের বিনিময়ে উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ নারীদল।

প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবীয় নারীরাহেইলি ম্যাথিউস ৪৫ বলে ৬৬ রান করে অ্যালেক্স ব্ল্যাকওয়েলের হাতে ক্যাচ তুলে দেন ক্রিসটেন বিমসের বলে আউট হলে দলীয় রান দাঁড়ায় ১২০। ক্যারিবীয় নারীদলের অধিনায়ক স্ট্যাফানি টেইলরের ব্যাট থেকে আসে ৫৭ বলে ৫৯ রান। দিনদ্রা দোতিন করেন ১২ বলে ১৮   ব্রিটনি কুপার বলে তিন রান। অজিদের সফল বলার হিসেবে ক্রিসটেন বিমস রিনি ফারেল ১টি করে উইকেন নেন। রোববার কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না হলেও মিডেল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় বড় সংগ্রহই পায় তারা। দলীয় ১৫ রানে অস্ট্রেলিয়ান শিবিরে ক্যারিবিয়ানদের পক্ষে প্রথম আঘাত হানেন হেইলি ম্যাথিউজ। নিজের বলে নিজেই ক্যাচ ধরে সাজঘরে ফেরান আলিশা হেইলিকে () দ্বিতীয় উইকেট জুটিতে দলের স্কোরশিটে ৭৭ রান যোগ করেন অধিনায়ক মেগ ল্যানিং এলিসি ভিলানি। দুজনই পেয়েছেন ফিফটির দেখা। ৩৭ বলে ৯টি চারে সাজানো ৫২ রানের ইনিংস খেলে ডোটিনের শিকারে পরিণত হন ভিলানি। মজার বিষয়, ল্যানিংয়ের ইনিংসটিও থামে ৫২ রানে। ক্যারিবীয় বোলার আনিসা মোহামেদের এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৪৯ বলে আটটি চারের মারে মূল্যবান ইনিংসটি দলকে উপহার দেন অসি অধিনায়ক। ২৩ বলে দুটি ছক্কায় ২৮ রান করেন এলিসি পেরি।  ওভারে ৩৩ রান দিয়ে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সেরা বোলার ডোটিন। একটি করে উইকেট নেন আনিসা মোহামেদ ম্যাথুস।
এর আগে কলকাতার ইডেন গার্ডেনে রোববার বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হয় ম্যাচটি। ফাইনাল ম্যাচ প্রসঙ্গে ক্যারিবীয় অধিনায়ক স্টেফানি টেইলর বলেন, ‘আমরা স্যামিরা ফাইনালে উঠেছি। আশা করি দিনটি শুধু ওয়েস্ট ইন্ডিজের হবে।তাই তাদের প্রধান লক্ষ্য একটাই শিরোপা জয় করা। শিরোপা নিজেদের ঘরে তোলার প্রত্যাশায় আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংও। নিয়ে টানা চারবার তারা ফাইনালে খেলবে। গত তিন আসরের শিরোপা তাদের ঘরেই উঠেছে। অস্ট্রেলিয়া স্কোয়াড : মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), এলিসি ভিল্লানি, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, জেস জোনাসন, এলিসি পেরি, বেথ মুনি, ইরিন ওসবোর্ন, মেগান সোচুট, ক্রিসটেন বিমস, রিনি ফারেল।
ওয়েস্ট ইন্ডজ স্কোয়াড : স্ট্যাফানি টেইলর (অধিনায়ক), মেরিসা অ্যাকুইলিরা (উইকেরক্ষক), হেইলি ম্যাথিউস, ব্রিটনি কুপার, স্ট্যাসি-অ্যান কিং, দিনদ্রা দোতিন, সিমেইন ক্যাম্পবেলি, সাকুয়ানা কুইন্টিন, আফি ফ্লেচার, আনিসা মোহাম্মেদ, সামিলিয়া কোনেল। 
Info: http://www.manobkantha.com


No comments:

Post a Comment