Pages

Saturday, March 19, 2016

মুস্তাফিজের রণ প্রস্তুতি

বড়ই  বিপদে বাংলাদেশ সুপার টেনে  পাকিস্তানের কাছে বাজেভাবে হারের পর সেমিফাইনালে যাওয়ার প্রশ্নে বাকি তিন ম্যাচইঅতীব জরুরিবিষয়ের মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লক্ষ্য পূরণে বাংলাদেশকে নামতে হবে পূর্ণ শক্তি নিয়ে যেখানে মুস্তাফিজের মতো বিশ্বের সব সেরা ব্যাটসম্যানদের রাতের ঘুম হারাম করে দেয়া কাটার মাস্টার না থাকলে কি চলে! দলপতি মাশরাফির সেরা অস্ত্রকে তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে নামানোর রণ প্রস্তুতি নেয়া হচ্ছে  

মুস্তাফিজের রণ প্রস্তুতিপাকিস্তানের বিপক্ষেই তার খেলার কথা ছিল কিন্তু শতভাগ ঝুঁকিমুক্ত না হওয়ায় শেষ মুহূর্তে আর নামানো হয়নি এবার হয়তো মুস্তাফিজ-ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হবে আবহাওয়ার পূর্বাভাস তাই  ইঙ্গিত দিচ্ছে ব্যাঙ্গালুরু আসার পর বাংলাদেশ দল এখনো অনুশীলন শুরু করেনি কিন্তু বসে থাকেননি মুস্তাফিজ তাকে নিয়ে বোলিং কোচ হিথ স্ট্রিক একা ছোটেন চেন্নাস্বামী স্টেডিয়ামে সঙ্গে ছিলেন ফিজিও বায়েজিদুল ইসলাম ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসাল বোলিং করেছেন চার ওভারঅনুশীলনে মুস্তাফিজের বোলিং ছিল পূর্ণ রানআপে। গতি ছিল আগের মতোই। একটু পরপরই হিথ স্ট্রিক তাকে দিচ্ছিলেন পরামর্শ। আর সতর্ক দৃষ্টি ছিল ফিজিও বায়েজিদুল ইসলামের। এই মুহূর্তে মুস্তাফিজ ক্রিকেট বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেও অনুশীলন শেষে তিনি মিডিয়ার সঙ্গে কোনো কথা বলেননি। অথচ তার মুখের একটি কথা শোনার জন্য ক্রিকেটপ্রেমীদের সে কী আকুতি। এশিয়া কাপে সেই ইনজুরিতে পড়েছিলেন। এরপর তিনি মিডিয়া থেকে দূরে। অগত্যা তার সম্বন্ধে কথা বলতে দারস্থ হতে হয় হিথ স্ট্রিকের দিকেই। তিনি নিবারণ করলেন মুস্তাফিজ ক্ষুধার। জানালেন অস্ট্রেলিয়ার ম্যাচের জন্য তারা মুস্তাফিজকে প্রস্তুত করে তোলার চেষ্টা করছেন। এখনই তিনি চূড়ান্ত কিছু বলতে নারাজ। ম্যাচের দিনই জানা যাবে তার সম্বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরই হিথ স্ট্রিক জানালেন খুশির সংবাদ, ‘এই মুহূর্তে মুস্তাফিজের সব কিছু খুব ভালো মনে হচ্ছে। প্রায় তিন সপ্তাহ হলো সে বোলিং করছে না। তাকে ছন্দে ফেরাতেই প্রস্তুত করা হচ্ছে।
Info: http://www.manobkantha.com

No comments:

Post a Comment