পাকিস্তানের ছুঁড়ে
দেয়া
২০২
রানের
বিশাল
টার্গেট তাড়া
করতে
নেমে
৪
উইকেট
হারিয়ে
চাপে
পড়েছে
বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে
প্রথম
ওভারেই
১
উইকেট
হারায়
টাইগাররা। মোহাম্মদ আমিরের
বলে
শূন্য
রানে
বোল্ড
হন
সৌম্য। এরপর
প্রতিরোধ গড়ে
সাজঘরে
ফিরেন
সাব্বির রহমান।
১৯
বলে
২৫
রান
করে
শহিদ
আফ্রিদির বলে
বোল্ড
হন
এই
টপ
অর্ডার
ব্যাটসম্যান। দ্রুত রান
তোলার
চাপে
২০
বলে
২৪
রান
করে
ফিরেন
তামিম
ইকবাল। আফ্রিদির বলে
ছক্কা
হাঁকাতে গিয়ে
ইমাদ
ওয়াসিমকে ক্যাচ
দেন
তিনি।
এরপর মাহমুদউল্লাহ ভালো করে খেলতেই পারেননি। তিনি ইমাদ ওয়াসিমের বলে শারজিল খানকে ক্যাচ দেন। ৫ বলে করেন ৪ রান।এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৭১ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রান তোলে আফ্রিদির দল। এই রান তাড়া করে জিততে হলে নতুন রেকর্ডই গড়তে হবে বাংলাদেশকে। কারণ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া ১৬৪। দেড়শর বেশি রান তাড়া করে জিতেছে মাত্র ২ বার।
Info: http://www.manobkantha.com
এরপর মাহমুদউল্লাহ ভালো করে খেলতেই পারেননি। তিনি ইমাদ ওয়াসিমের বলে শারজিল খানকে ক্যাচ দেন। ৫ বলে করেন ৪ রান।এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৭১ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রান তোলে আফ্রিদির দল। এই রান তাড়া করে জিততে হলে নতুন রেকর্ডই গড়তে হবে বাংলাদেশকে। কারণ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া ১৬৪। দেড়শর বেশি রান তাড়া করে জিতেছে মাত্র ২ বার।
Info: http://www.manobkantha.com
No comments:
Post a Comment