বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে
হলুদ
কার্ড
দেখেন
নেইমার। এর
ফলে
প্যারাগুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচে
মাঠে
নামতে
পারবেন
না
তিনি। তার
জায়গায়
ব্রাজিল দলে
জায়গা
পেয়েছেন ফরোয়ার্ড গ্যাব্রিয়েলের।
গত নভেম্বরে পেরুর বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন এই বার্সা সুপারস্টার। গ্যাব্রিয়েল বর্তমানে সান্তোসের হয়ে আক্রমণ ভাগ সামলান। নেইমারও আগেই সেখাসনেই খেলতেন। ২০১৩ সালে তিনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন।
গত ম্যাচে হলুদ কার্ড দেখে প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচটি মিস করবেন ডিফেন্ডার ডেভিড লুইসও। তার জায়গায় দলে ডাক পেয়েছেন করিন্থিয়ান্সের ফেলিপে।
ব্রাজিলের বিপক্ষে ড্রয়ের মধ্য দিয়ে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের লাতিন আমেরিকা অঞ্চলের ১০ দলের লড়াইয়ে পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে উরুগুয়ে। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে পরের স্থানেই রয়েছে ব্রাজিল। সমান ৮ পয়েন্ট হওয়া সত্ত্বেও গোল-ব্যবধানে পিছিয়ে থেকে পাঁচে মেসির আর্জেন্টিনা। আর চারে রয়েছে প্যারাগুয়ে। ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে ইকুয়েডর।
Info: www.manobkantha.com
No comments:
Post a Comment