টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে তদন্ত
চালাতে
আইসিসির প্রতি
আহ্বান
জানিয়েছেন পাকিস্তানি সাবেক
স্পিন
বোলার
ও
দেশটির
‘এ’
দলের
প্রধান
কোচ
তৌসিফ
আহমেদ।
জিও
সুপার
চ্যানেলকে দেয়া
এক
সাক্ষাৎকারে তৌসিফ
আহমেদ
বলেন,
ওই
দিনের
ম্যাচটি যেভাবে
শেষ
হয়েছে,
তা
আমার
কাছে
স্বাভাবিক মনে
হচ্ছে
না।
আমি
মনে
করি,
এটা
নিয়ে
আইসিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্ত
করা
প্রয়োজন আছে।
তিনি
বলেন,
বর্তমানে বাংলাদেশের কোনো
ক্ষেত্রে অনভিজ্ঞতা নেই।
অভিজ্ঞ
খেলোয়াড়রা খেলেছিল। কেন
তারা
প্রথম
বলে
টাই
করে
পরের
বলে
বড়
শটে
গেল
না,
তা
আমার
বোধগম্য হচ্ছে
না।
বর্তমানে ক্রিকেট ম্যাচে
অনেক
কিছু
ঘটতে
পারে
তা
সবাই
জানে।
তাই
ওই
ম্যাচটা তদন্ত
করা
ভুল
হবে
না।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৪৬ রান করে। জবাবে ১৪৫ রান করেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। কিন্তু ম্যাচটি জিততে শেষ তিন বলে দরকার ছিল দুই রান। শেষ ওভারে তিন উইকেট হারায় বাংলাদেশ। ফলে এক রানে হেরে যায় টাইগাররা।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৪৬ রান করে। জবাবে ১৪৫ রান করেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। কিন্তু ম্যাচটি জিততে শেষ তিন বলে দরকার ছিল দুই রান। শেষ ওভারে তিন উইকেট হারায় বাংলাদেশ। ফলে এক রানে হেরে যায় টাইগাররা।
Info://www.manobkantha.com
No comments:
Post a Comment