Pages

Wednesday, March 23, 2016

টি-টোয়েন্টি থেকে আফ্রিদির বিদায়!

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন শহীদ আফ্রিদিটি-টোয়েন্টির আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ ইতিমধ্যে আফ্রিদি নিজেই বিদায়ের কথা জানিয়েছেন  
টি-টোয়েন্টি থেকে আফ্রিদির বিদায়!টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আফ্রিদি বলেছিলেন যে, অবসর নেবেন কি না, তা নতুন করে চিন্তাভাবনা করছেন। তবে বিশ্বকাপে তিনি নিজে তার দল যেমন পারফরম্যান্স দেখিয়েছে তাতে কার্যত শেষই হয়ে গেছে আফ্রিদির ক্যারিয়ার।
তাইতো নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে হারের পর আফ্রিদি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই হয়তো আমার শেষ ম্যাচ।
এদিকে আফ্রিদির অবসরে নেয়ার ব্যাপারে একটা সমঝোতাও হয়ে গেছে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
২০১০ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন আফ্রিদি। গত বছর বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলেছিলেন তিনি
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিদি নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই এখন সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারী।
৩৩ ম্যাচ খেলে আফ্রিদি নিয়েছেন ৩৯ উইকেট। আর ৩১ ম্যাচ খেলে মালিঙ্গা নিয়েছেন ৩৮ উইকেট। 
Info: http://www.manobkantha.com

No comments:

Post a Comment