লেট অর্ডারে মাহমুদউল্লাহ ব্যাটিং মুগ্ধতা ছড়াচ্ছেন। এশিয়া কাপের শুরু
থেকেই রিয়াদ শেষ দিকে গুরুত্বপূর্ণ ও কার্যকরী ইনিংস খেলে বাংলাদেশকে শক্ত
জায়গায় নিয়ে যাচ্ছেন। বুধবার পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয়েও
মাহমুদউল্লাহর ভূমিকা ছিল প্রশংসনীয়। ১৫ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রান করেন
ডানহাতি এ অলরাউন্ডার।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, ‘২০১২ সালের এশিয়া কাপের ফাইনালের কথা
আমার বারবার মনে পড়ছিল। এ জয় আমাদেরকে সেই পরাজয় ভুলিয়ে দিয়েছে। শুরুতেই
সৌম্য সরকার অসাধারণ একটি ইনিংস খেলেছে। ব্যাটিংয়ে খুব চাপ ছিল। কখন শান্ত
হয়ে খেলতে হবে এবং কখন বড় শট খেলতে হবে সেটা বোঝা কঠিন ছিল। আমির ও সামি
১৮তম ও ১৯তম ওভার করবে তা বোঝা যাচ্ছিল। আমি ম্যাচটি শেষ করে আসতে চেয়েছি
এবং তা করতে পেরেছি বলে ভালো লাগছে।’
Info: http://mytvbd.tv
No comments:
Post a Comment