Pages

Monday, March 28, 2016

কোহলি ভাঙলেন গেইলের রেকর্ড

নিঃসন্দেহে এই মুহূর্তে ভারতীয় দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। গতকাল কোহলি সেটা আবারো প্রমাণ করলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলের রেকর্ডও ভাঙেন তিনি।
কোহলি ভাঙলেন গেইলের রেকর্ড   গতকালের ম্যাচটি ভারতের জন্য ‘বাঁচা-মরার’ লড়াই ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হারলেই শেষ হয়ে যেত ভারতের বিশ্বকাপ মিশন। তাই জয়ের জন্য মরিয়া ছিল ভারতীয় টিম। গতকাল ৫১ বলে অনবদ্য ৮২ রান করে দলকে সেমিফাইনালে তোলেন বিরাট কোহলি। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে দেড় হাজার রান পূর্ণ করার রেকর্ডও গড়েন। এর আগে রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। দেড় হাজার রানে পৌঁছাতে গেইলের লেগেছিল ৪৪ ইনিংস। আর কোহলির লাগলো ৩৯ ইনিংস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড় হাজার রান করা প্রথম ভারতীয় ব্যাটসম্যানও কোহলিই। কোহলি ও গেইল ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড় হাজার বা এর বেশি রান আছে আরো সাতজনের।
Info: http://www.manobkantha.com

No comments:

Post a Comment