Pages

Sunday, March 6, 2016

ফাইনালে বড় পরিবর্তন বাংলাদেশ একাদশে

মাত্র আর কয়েক ঘণ্টা পরই এশিয়া কাপের ফাইনাল খেলতে মাঠে নামছে বাংলাদেশ ফাইনালে বাংলাদেশ একাদশে কে কে খেলছেন, তা নিয়ে গত দুদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা রোববার নির্বাচকদের সূত্রে জানা গেল, বড় ধরনের পরিবর্তনই আসছে বাংলাদেশ দলে ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এই ফাইনালের জন্য একাদশ এখন চূড়ান্ত টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলার সুযোগ পাচ্ছেন জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসম্পন্ন বা-হাতি পেসার আবু হায়দার রনি এর ফলে, ফের চার পেসারের আক্রমণে ফিরে যাচ্ছে বাংলাদেশ
ফাইনালে বড় পরিবর্তন বাংলাদেশ একাদশে
নির্বাচকদের একটি সূত্র জানায়, মোহাম্মদ মিথুনকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে। তার জায়গায় অলরাউন্ডার নাসির হোসেন একাদশে জায়গা পাচ্ছেন। নাসির যেহেতু ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনে বেশ অভিজ্ঞ, তাই তার নামটা এসেছে সবার আগেই। ছাড়া আগের ম্যাচে স্থান পাওয়া আরাফাত সানিকেও জায়গা ছেড়ে দিতে হচ্ছে। তার জায়গায় একাদশে ঢুকছেন বিপিএল মাতানো পেসার আবু হায়দার রনি। চারজন পেসার নিয়ে খেলার পরিকল্পনা থেকেই দলে নেয়া হচ্ছে রনিকে।
এদিকে ভারতের একাদশেও থাকছে তিনটি পরিবর্তন। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিল দলটি। রোববার বাংলাদেশের বিপক্ষে কোনো ঝুঁকি নিচ্ছে না ভারত। পবন নেগী, ভূবনেশ্বর কুমার হরভজন সিংয়ের জায়গায় তাই ফিরছেন আশীষ নেহরা, রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন।

বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন/মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আল আমিন হোসেন, আরাফাত সানি/আবু হায়দার রনি, তাসকিন আহমেদ।

ভারতীয় একাদশ
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), হার্দিক পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশীষ নেহরা, জাসপ্রিত বুমরাহ।
Info: http://www.manobkantha.com

No comments:

Post a Comment