Pages

Sunday, March 20, 2016

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাসকিনকেই চায় বিসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাসকিনকে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে আইসিসির শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাসকিনকেই চায় বিসিবিতাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলা হয়েছে আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন সংস্থার প্রধান আইন কর্মকর্তার সঙ্গে।
এদিকে রোববার সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসানের গুলশানের বাসায় এক বৈঠকে বসেছিলেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। পরে আইনজীবীদের পরামর্শে এই বৈঠকেই তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার আবেদনের সিদ্ধান্ত নেয়া হয়।
টি-টোয়েন্টির বিশ্ব আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিংয়ের সময় আম্পায়ার তাসকিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন। এরপর গত ১৪ মার্চ চেন্নাইতে শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বায়ো-মেকানিক্যাল পরীক্ষা করা হয় তাসকিনের। সেখানে পরীক্ষার পরই তার বোলিংয়ে ত্রুটি খুঁজে পায় আইসিসি। সবশেষ শনিবার আইসিসি তাকে নিষিদ্ধ করে।
আইসিসির এমন সিদ্ধান্তের প্রতিবাদে অধিনায়ক মাশরাফি বলেন, যে ম্যাচে তাসকিনের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, সেই ম্যাচে তার একটি ডেলিভারিও অবৈধ প্রমাণিত হয়নি। ওই ম্যাচে একটি বাউন্সারও দেননি তাসকিন। অথচ বোলিং পরীক্ষায় তাকে মিনিটের মধ্যে ৯টি বাউন্সার করতে বলা হয়েছে। যেখানে ৩টি ডেলিভারিতে শুধু ১৫ ডিগ্রির সীমা ছাড়িয়েছে। ব্যাঙ্গালুরুতে সোমবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৮টায়।
Info: http://www.manobkantha.com

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাসকিনকে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে আইসিসির শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলা হয়েছে আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও সংস্থার প্রধান আইন কর্মকর্তার সঙ্গে।
এদিকে রোববার সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসানের গুলশানের বাসায় এক বৈঠকে বসেছিলেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। পরে আইনজীবীদের পরামর্শে এই বৈঠকেই তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার আবেদনের সিদ্ধান্ত নেয়া হয়।
টি-টোয়েন্টির বিশ্ব আসরে নেদারল্যান্ডসের বিপক্ষে বোলিংয়ের সময় আম্পায়ার তাসকিনের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন। এরপর গত ১৪ মার্চ চেন্নাইতে শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বায়ো-মেকানিক্যাল পরীক্ষা করা হয় তাসকিনের। সেখানে পরীক্ষার পরই তার বোলিংয়ে ত্রুটি খুঁজে পায় আইসিসি। সবশেষ শনিবার আইসিসি তাকে নিষিদ্ধ করে।
আইসিসির এমন সিদ্ধান্তের প্রতিবাদে অধিনায়ক মাশরাফি বলেন, যে ম্যাচে তাসকিনের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে, সেই ম্যাচে তার একটি ডেলিভারিও অবৈধ প্রমাণিত হয়নি। ওই ম্যাচে একটি বাউন্সারও দেননি তাসকিন। অথচ বোলিং পরীক্ষায় তাকে ৩ মিনিটের মধ্যে ৯টি বাউন্সার করতে বলা হয়েছে। যেখানে ৩টি ডেলিভারিতে শুধু ১৫ ডিগ্রির সীমা ছাড়িয়েছে।
ব্যাঙ্গালুরুতে সোমবার বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ৮টায়। - See more at: http://www.manobkantha.com/2016/03/20/112032.php#sthash.xaXNWkDJ.dpuf

No comments:

Post a Comment