নিঃসন্দেহে দলের
সেরা
ফুটবলার, নিয়মিত
অধিনায়কও। কিন্তু তারপরও
গুরুত্বপূর্ণ সময়ে
কেন
জানি
নেইমারকে দলে
পাচ্ছে
না
ব্রাজিল। ঘরের মাঠে
গত
বিশ্বকাপের মাঝপথে
দলের
সেরা
ফুটবলারকে হারাতে
হয়েছিল। অনেকের
মতে,
ওই
ধাক্কাতেই জার্মানির বিপক্ষে ৭-১ গোলের লজ্জা
পেতে
হয়েছিল
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্বকাপের ওই
ক্ষতে
প্রলেপের লক্ষ্য
নিয়ে
চিলিতে
কোপা
আমেরিকা খেলতে
গিয়ে
আবারো
নেইমার
‘বেদনা’!
কলম্বিয়ার বিপক্ষে হেরে
যাওয়া
ম্যাচে
হুট
করে
মেজাজ
হারিয়ে
লাল
কার্ড
দেখেছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড।
যাতে চার
ম্যাচ
নিষিদ্ধই করা
হয়েছিল
নেইমারকে। ওই নিষেধাজ্ঞার ফলে
বিশ্বকাপের বাছাই
পর্বের
শুরুর
দিকের
ম্যাচগুলোতে কম
ভুগতে
হয়নি
ব্রাজিলকে। পরিস্থিতি যখন
সেটা
ভুলিয়ে
দেয়ার
দাবি
জানাচ্ছে তখন
কিনা
মাঠেই
নামতে
পারছেন
না
নেইমার। বিশ্বকাপ বাছাই
পর্বে
দক্ষিণ
আমেরিকা অঞ্চলের পয়েন্ট
টেবিলে
ব্রাজিলের অবস্থান তিনে। পাঁচ
ম্যাচে
জয়
দুটি। যাতে
পয়েন্ট
মাত্র
আট। টেবিলের চতুর্থ,
পঞ্চম
ও
ষষ্ঠ
স্থানে
থাকা
দলের
পয়েন্টও আট। ফলে
নিজেদের অবস্থানটা শক্ত
করতে
হলে
ষষ্ঠ
ম্যাচটা জিততেই
হবে
ব্রাজিলকে। আগামীকালই প্যারাগুয়ের বিপক্ষে রাশিয়া
বিশ্বকাপ বাছাই
পর্বে
নিজেদের ষষ্ঠ
ম্যাচ
খেলতে
মাঠে
নামছে
ব্রাজিল। অথচ গুরুত্বপূর্ণ ম্যাচটাই মাঠে
নামা
হচ্ছে
না
দলের
সেরা
তারকা
নেইমারের। কারণ ওই
নিষেধাজ্ঞা। গত নভেম্বরে পেরুর
বিপক্ষে হলুদ
কার্ড
দেখিয়েছিলেন। ক’দিন
আগে
ঘরের
মাঠে
উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের
ম্যাচেও হলুদ
কার্ড
দেখেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। ফলে টুর্নামেন্টের নিয়ম
অনুযায়ী আগামীকাল প্যারাগুয়ের বিপক্ষে খেলা
হচ্ছে
না
নেইমারের।
গুরুত্বপূর্ণ ম্যাচটাতে ডিফেন্ডার ডেভিড লুইসকেও পাচ্ছে না ব্রাজিল। নেইমারের মতো পিএসজি ডিফেন্ডারও দুই ম্যাচে হলুদ কার্ড দেখেছেন। লুইসের জায়গায় ফেলিপেকে দলে ডেকেছেন কোচ দুঙ্গা। আর নেইমারের জায়গায় গাব্রিয়েল। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলে খেলা গাব্রিয়েল এখন নিয়মিতই আলো ছড়াচ্ছেন সান্তোসের জার্সি গায়ে। নেইমারের শূন্যতা হয়তো পুরোপুরি মেটাতে পারবে না। কিন্তু সান্তোসে খেলেন বলে গাব্রিয়েলের কাছ থেকে দারুণ কিছুই প্রত্যাশা ব্রাজিল ভক্তদের। কারণ গাব্রিয়েল এখন যে জার্সিতে আলো ছড়াচ্ছেন, সেই জার্সিতেই তো বিশ্বের কাছে নিজের ফুটবল সত্তার পরিচয় করিয়ে দিয়েছিলেন নেইমার।
নেইমারহীন ব্রাজিলের প্যারাগুয়ে যুদ্ধ শুরু হওয়ার আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও মাঠে নামছে। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে লিওনেল মেসির দল। আগের ম্যাচে চিলির মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে আর্জেন্টাইনরা। ফলে আত্মবিশ্বাসটা বেশ উঁচুতেই থাকার কথা। সেটা কাজে লাগিয়ে রাশিয়া যাওয়ার রাস্তাটা নিঃসন্দেহে কাল আরো সহজ করতে চাইবেন মেসিরা। পাঁচ ম্যাচ খেলে দুই জয়, দুই হার ও এক ড্রয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে বর্তমানে পাঁচ নম্বরে আর্জেন্টিনা।
Info: http://www.manobkantha.com
গুরুত্বপূর্ণ ম্যাচটাতে ডিফেন্ডার ডেভিড লুইসকেও পাচ্ছে না ব্রাজিল। নেইমারের মতো পিএসজি ডিফেন্ডারও দুই ম্যাচে হলুদ কার্ড দেখেছেন। লুইসের জায়গায় ফেলিপেকে দলে ডেকেছেন কোচ দুঙ্গা। আর নেইমারের জায়গায় গাব্রিয়েল। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ দলে খেলা গাব্রিয়েল এখন নিয়মিতই আলো ছড়াচ্ছেন সান্তোসের জার্সি গায়ে। নেইমারের শূন্যতা হয়তো পুরোপুরি মেটাতে পারবে না। কিন্তু সান্তোসে খেলেন বলে গাব্রিয়েলের কাছ থেকে দারুণ কিছুই প্রত্যাশা ব্রাজিল ভক্তদের। কারণ গাব্রিয়েল এখন যে জার্সিতে আলো ছড়াচ্ছেন, সেই জার্সিতেই তো বিশ্বের কাছে নিজের ফুটবল সত্তার পরিচয় করিয়ে দিয়েছিলেন নেইমার।
নেইমারহীন ব্রাজিলের প্যারাগুয়ে যুদ্ধ শুরু হওয়ার আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও মাঠে নামছে। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে বলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে লিওনেল মেসির দল। আগের ম্যাচে চিলির মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে আর্জেন্টাইনরা। ফলে আত্মবিশ্বাসটা বেশ উঁচুতেই থাকার কথা। সেটা কাজে লাগিয়ে রাশিয়া যাওয়ার রাস্তাটা নিঃসন্দেহে কাল আরো সহজ করতে চাইবেন মেসিরা। পাঁচ ম্যাচ খেলে দুই জয়, দুই হার ও এক ড্রয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে বর্তমানে পাঁচ নম্বরে আর্জেন্টিনা।
Info: http://www.manobkantha.com
No comments:
Post a Comment