Pages

Thursday, March 31, 2016

লম্বা ছক্কার তালিকায় সাকিব

 লম্বা ছক্কার তালিকায় সাকিব
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে লম্বা ছক্কার তালিকার শীর্ষ দশে আছেন সাকিব আল হাসান। ব্যাটসম্যানদের সবগুলো ছক্কার দূরত্ব গড় বের করে আইসিসি এ তালিকা প্রকাশ করে। তবে দশজনের তালিকায় জায়গা হয়নি আয়োজক ভারতের কোনো ব্যাটসম্যানের।
এ তালিকায় সাকিবের পাশাপাশি আছেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের দুজন করে খেলোয়াড়। আর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের আছেন একজন করে। টুর্নামেন্টে ১৪টি ছয় মেরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ছক্কার মালিক তামিম ইকবাল।
Info: http://www.manobkantha.com

No comments:

Post a Comment