আপনাদের মধ্যে অনেকে আছেন যারা GPRS Modem ব্যবহার করে। আর GPRS Modem
ব্যবহার কারিদের মূল সমস্যা হল Speed। আমরা জারা জানি না তারা সাধারণত ১০
থেকে ২৫ Kbps Speed পাই Download এর ক্ষেত্রে। তবে কিছু কাজ সাজি করলে এর
Speed 30-40 Kbps করা যায়। এখন নিশ্চয়ই বলবেন কিভাবে? (যারা জানেন তারা
কাছে থাকেন টেকি পুষ্ট আমার জানায় কমতি আছে) এখানে কিছু পদ্ধতি বলব যার
দ্বারা এই Speed পাওয়া যেতে পারে। তবে বলে রাখি সব কিছুর উপরের কথা হল আপনি
যে টাউয়ারের আন্ডারে থাকবেন তার ইউজার বেশী হলে বা ফ্রিকোয়েন্সী কম পেলে
এর গতি কম পাবেন।
প্রথম উপায়ঃ
Modem টি পোর্টে লাগিয়ে নিন।(connected থাকলে Disconnected করে নিন)
Start>Control Panel>Phone & Modem এ যান
Country বক্সে Bangladesh লিখুন
Area Code বক্সে 02 লিখুন
এবার Ok করুন
এবার Modem ট্যাবে ক্লিক করুন
সেখান থেকে আপনার মডেম নির্বাচন করুন
এরপর Properties-এ ক্লিক করুন(Windows 7 হলে এর পর Change Setting এ ক্লিক করুন)
এবার Advance ট্যাবে ক্লিক করুন
Extra initialization commands বক্সে লিখুন at&fx
ছোট হাতের অক্ষরে লিখতে হবে।
এবার Ok করে কম্পিউটার রিস্টাট করুন।
কম্পিউটার ওপেন করে ইন্টারনেট স্পীডের ফলাফল দেখুন
দ্বিতীয় উপায়ঃ
Modem টি পোর্টে লাগিয়ে নিন।(connected থাকলে Disconnected করে নিন)
Start>Control Panel>Phone & Modem এ যান
Country বক্সে Bangladesh লিখুন
Area Code বক্সে 02 লিখুন
এবার Ok করুন
এবার Modem ট্যাবে ক্লিক করুন
সেখান থেকে আপনার মডেম নির্বাচন করুন
এরপর Properties-এ ক্লিক করুন(Windows 7 হলে এর পর Change Setting এ ক্লিক করুন)এ
এরপর Modem টেব এ ক্লিক করুন
এর পর Maximum port speed যা আছে drop down Menu তে তা বাড়িয়ে দিন।
এবার Ok করে কম্পিউটার রিস্টাট করুন। এটি মোবাইল কে মডেম হিসাবে যার ব্যবহার করেন তাদের গতি বাড়বে।
আপনার স্পিড টেষ্ট করুন এখান থেকে http://www.ip-details.com/internet-speed-test/
তথ্যসূত্র: http://www.somewhereinblog.net/blog/fitrat/29369614
No comments:
Post a Comment