Pages

Thursday, December 3, 2015

বর থেকে জীবন্ত কন্যাশিশু উদ্ধার!

শিশুর কান্নাকে বিড়ালের ডাক মনে করে সেদিকে আর কেউ বিশেষ খেয়াল করেনি। যদিও কান্নার শব্দ শুনেছিলেন পথচলতি অনেকেই। কিন্তু লস এঞ্জেলসের কাউন্টি ডেপুটি শেরিফদের প্রধান অ্যাডাম কোলেটের মনে সন্দেহ হয়। কবরখানার পাশ দিয়ে যেতে গিয়ে প্রথমে থমকে দাঁড়িয়ে পড়েন। তার পর কান্না লক্ষ্য করে এগিয়ে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন তিনি। কিছুক্ষণ পর কবর থেকে উদ্ধার হয় এক শিশুকন্যা।
শুক্রবার লস এঞ্জেলসের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর কলকাতা টুয়েন্টিফোর।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কবরের মধ্যে একটা পাতলা কম্বলে মুড়ে রাখা ছিল ওই শিশুকে। তড়িঘড়ি উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আনুমানিক ৩৬-৪৮ ঘণ্টা বয়স ছিল শিশুটির।


চিকিৎসকরা তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু এখন সে সুস্থ। অ্যাডামের কথায়, ‘আমার মনে হয় এই শিশুর ওপর ভগবানের হাত রয়েছে। না হলে কেউ এ ভাবে বাঁচতে পারে না।’ শিশুটির বাবা-মায়ের খোঁজ চালাচ্ছে প্রশাসন। বাবা-মা’কে খুঁজে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা হতে পারে বলে জানা গিয়েছে।

info: http://www.breakingnews.com.bd/articles/international/breakingnews.76959.details

No comments:

Post a Comment