Pages

Monday, December 28, 2015

সোনারগাঁও’র প্রাচীন মসজিদ

সোনারগাঁও বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। মধ্যযুগীয় নগরটির যথার্থ অবস্থান নির্দেশ করা কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে, এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল।
Atiya-Mosque
মুসলিম বাংলার রাজধানী সোনারগাঁও এখন নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। নারায়ণগঞ্জের মোয়াজ্জেমপুরে রয়েছে বাংলার অন্যতম প্রাচীন মসজিদের একটি। মোয়াজ্জেমপুর মসজিদটি ১৪৩২-১৪৩৬ খ্রিষ্টাব্দে নির্মিত হয়।
হাজী বাবা সালেহ মসজিদটি ১৪৮১ সালে নারায়ণগঞ্জে নির্মিত হয়। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার আনাচে কানাচে বহু প্রাচীন মসজিদ রয়েছে। বাংলার প্রাচীন মসজিদগুলোর মধ্যে কটিয়াদি গোড়াইল মসজিদ (১৪৬৭ খ্রিঃ), পটুয়াখালী মসজিদবাড়ী মসজিদ (১৪৬৫খ্রিঃ), দিনাজপুর মহলবাড়ী মসজিদ (১৫০০ খ্রিঃ), বগুড়া খেড়ুয়া মসজিদ (১৫৮২ খ্রিঃ) অন্যতম।
তথ্যসূত্র: http://bnstimes24.com/

No comments:

Post a Comment