Pages

Wednesday, January 20, 2016

পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে বাংলাদেশের হার



বাংলাদেশের বিরুদ্ধে ৩১ রানের জয় পেয়েছে জিম্বাবুয়ে সফরকারীদের দেয়া ১৮৮ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেটে ১৫৬ রান সংগ্রহ করতে সমর্থ হয় স্বাগতিকরা  
বাংলাদেশের ইনিংসের শুরুতেই ইমরুলের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় মাত্র ২রানের মাথায় ব্যক্তিগত রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ইমরুল কায়েস। এরপর ওপেনার সৌম্য সরকারের সঙ্গে এসে জুটি বাঁধেন সাব্বির রহমান

ঝড়ো গতিতে হাফসেঞ্চুরি করে জয়ের সম্ভাবনা জাগান সাব্বির রহমান। সফরকারীদের বিরুদ্ধে মাত্র ৩১ বলে তার অর্ধশত রান পূর্ণ করেন। তার ইনিংসটি ছিল ৯টি চারে সাজানো

তবে হাফসেঞ্চুরির পর আর ক্রিজে থাকতে পারেননি বাংলাদেশের এই হার্ডহিটার ব্যাটসম্যান। সিকান্দার রাজার বলে ছক্কা মারতে গিয়ে সিবান্দার হাতে তালুবন্দি হন সাব্বির রহমান রুম্মান। 

১২তম ওভারে সাজঘরে ফেরার আগে খেলেছেন ৩২ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস। বাংলাদেশের অন্যতম দুই ব্যাটিং ভরসা সাকিব আল হাসান মাহমুদউল্লাহ বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ফিরে গেছেন রান করে। শেষ পর্যায়ে অভিষিক্ত মুক্তার আলীর ১৯ নুরুল হাসানের ৩০ রানের ইনিংস দুটি হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। সৌম্য সরকার ২০ বলে ২৫ রান করে সাজঘরে ফিরেন
খুলনায় বুধবার টি-টোয়েন্টি অভিষেক হয় বাংলাদেশের চার ক্রিকেটারের আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আছে পাঁচটি

বাংলাদেশের পাঁচ পরিবর্তনের চারটি পরিবর্তন ছিল অবধারিতই। গত ম্যাচের একাদশে থাকা মুশফিকুর রহিম, শুভাগত হোম, আল আমিন হোসেন মুস্তাফিজুর রহমান নেই স্কোয়াডে। সঙ্গে বিশ্রাম দেওয়া হয় অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকেও

অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি মুক্তার আলির। আর একাদশে তামিমের বদলে জায়গা পান ইমরুল কায়েস। কিন্তু একসঙ্গে এত পরিবর্তনের ম্যাচে জয়ের ধারাবাহিকতা রাখতে পারেনি টাইগাররা
এর আগে ওয়ালারের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ের সংগ্রহ ১৮৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ৩য় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে

নির্ধারিত ২০ ওভারে উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে সফরকারীরা। হ্যামিল্টন মাসাকাদজা ব্যক্তিগত ২০ রানে মোহাম্মদ শহীদের বলে মোসাদ্দেক হোসেনের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন। ৯ম ওভারে সাকিবের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রিচমন্ড মুতুম্বামি (২০) এরপর সাকিবের দ্বিতীয় শিকার হন সিবান্দা (৪৪)

দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান রান করেন ম্যালকম ওয়ালার। এছাড়া সিবান্দা ৪৪, শন উইলিয়ামস ৩২ রান করেন।  বাংলাদেশের পক্ষে সাকিব আবু হায়দার রনি ২টি করে উইকেট পান

এর আগে স্টেডিয়াম এলাকায় হালকা বৃষ্টি বাগড়া দেয়। টস দুপুর আড়াইটায় হওয়ার কথা থাকলেও উইকেট তখন ঢাকা ছিল। বৃষ্টিতে টস পিছিয়ে যায় ১৫ মিনিট। তবে সব আশংকা উড়িয়ে দিয়ে খেলা শুরু হয়েছে যথাসময়েই। বেলা তিনটায়
info: http://www.24livenewspaper.com/site/?url=www.jugantor.com/
বাংলাদেশের বিরুদ্ধে ৩১ রানের জয় পেয়েছে জিম্বাবুয়ে। সফরকারীদের দেয়া ১৮৮ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করতে সমর্থ হয় স্বাগতিকরা।  
 
বাংলাদেশের ইনিংসের শুরুতেই ইমরুলের উইকেট হারায় বাংলাদেশ। দলীয় মাত্র ২রানের মাথায় ব্যক্তিগত ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ইমরুল কায়েস। এরপর ওপেনার সৌম্য সরকারের সঙ্গে এসে জুটি বাঁধেন সাব্বির রহমান।
 
ঝড়ো গতিতে হাফসেঞ্চুরি করে জয়ের সম্ভাবনা জাগান সাব্বির রহমান। সফরকারীদের বিরুদ্ধে মাত্র ৩১ বলে তার অর্ধশত রান পূর্ণ করেন। তার ইনিংসটি ছিল ৯টি চারে সাজানো।
 
তবে হাফসেঞ্চুরির পর আর ক্রিজে থাকতে পারেননি বাংলাদেশের এই হার্ডহিটার ব্যাটসম্যান। সিকান্দার রাজার বলে ছক্কা মারতে গিয়ে সিবান্দার হাতে তালুবন্দি হন সাব্বির রহমান রুম্মান। 
 
১২তম ওভারে সাজঘরে ফেরার আগে খেলেছেন ৩২ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস। বাংলাদেশের অন্যতম দুই ব্যাটিং ভরসা সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ফিরে গেছেন ৩ ও ৬ রান করে। শেষ পর্যায়ে অভিষিক্ত মুক্তার আলীর ১৯ ও নুরুল হাসানের ৩০ রানের ইনিংস দুটি হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। সৌম্য সরকার ২০ বলে ২৫ রান করে সাজঘরে ফিরেন।
 
এর আগে ওয়ালারের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ের সংগ্রহ ১৮৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ৩য় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।
 
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করে সফরকারীরা। হ্যামিল্টন মাসাকাদজা ব্যক্তিগত ২০ রানে মোহাম্মদ শহীদের বলে মোসাদ্দেক হোসেনের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন। ৯ম ওভারে সাকিবের বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রিচমন্ড মুতুম্বামি (২০)। এরপর সাকিবের দ্বিতীয় শিকার হন সিবান্দা (৪৪)।
 
দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান রান করেন ম্যালকম ওয়ালার। এছাড়া সিবান্দা ৪৪, শন উইলিয়ামস ৩২ রান করেন।  বাংলাদেশের পক্ষে সাকিব ও আবু হায়দার রনি ২টি করে উইকেট পান।
 
এর আগে স্টেডিয়াম এলাকায় হালকা বৃষ্টি বাগড়া দেয়। টস দুপুর আড়াইটায় হওয়ার কথা থাকলেও উইকেট তখন ঢাকা ছিল। বৃষ্টিতে টস পিছিয়ে যায় ১৫ মিনিট। তবে সব আশংকা উড়িয়ে দিয়ে খেলা শুরু হয়েছে যথাসময়েই। বেলা তিনটায়।
- See more at: http://www.jugantor.com/online/sports/2016/01/20/2114/%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-#sthash.iuDnVzCD.dpuf

No comments:

Post a Comment