Pages

Tuesday, January 19, 2016

‘মাশরাফি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

মাশরাফির হাতে অন্য মাশরাফিপ্রকাশিত হলো বাংলাদেশের ওয়ানডে এবং টি২০ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জীবনী নিয়ে ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা বইমাশরাফি
জিম্বাবুয়ের সঙ্গে টি২০ সিরিজে ব্যস্ত মাশরাফি বাংলাদেশ দলের ক্রিকেটার কোচ চন্ডিকা হাথুরুসিংহে উপস্থিত ছিলেন গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে
খুলনায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ দলের ক্রিকেটার-কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন মাশরাফির পরিবারের সদস্যরা বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে
সতীর্থদের পক্ষে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদও শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে জয়ী হওয়ার বর্ণাঢ্য জীবনকাহিনী প্রকাশ হওয়ার উচ্ছ্বাসনড়াইল-এক্সপ্রেসেরকণ্ঠেআজ সোমবার খুলনার সিটি ইন হোটেলে সকাল ১১টায় জাতীয় দলের ক্রিকেটারদের উপস্থিতিতে বইয়ের মোড়ক উন্মোচন করেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে এবং মাশরাফির বাবা-মা মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশরাফির পরিবারের অন্যান্য সদস্যরা
অনুষ্ঠানে জাতীয় দলের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মাহমুদউল্লাহ রিয়াদ তামিম ইকবাল। ক্রীড়া সাংবাদিক আরিফুল ইসলাম রনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনসহ সাবেক ক্রিকেটাররা অংশ নেন এই অনুষ্ঠানে।
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সংগঠনবাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (বিসিএসএ) তাদের প্রথম প্রকাশনা হিসেবে প্রকাশ করছেমাশরাফিবইটি। প্রায় পাঁচশ পৃষ্ঠার এই বইটি পাওয়া যাবে যে কোনো বইয়ের দোকানে। এছাড়া অনলাইন শপিং মল আজকের ডিলে, চেইন শপিং মল স্বপ্ন-এর আউটলেটেও বইটি পাওয়া যাবে। বইমেলায় বইটি পাওয়া যাবে প্রকাশনা সংস্থা ঐতিহ্য- স্টলে।
 - See more at: http://www.manobkantha.com/2016/01/18/96108.php#sthash.r65sdYFf.dpuf

No comments:

Post a Comment