Pages

Monday, January 25, 2016

ইংলিশদের কাঁপিয়ে দিল যুবারা

 মিরাজদের বোলিংয়ের কোনো জবাব ছিল না ইংলিশ ব্যাটসম্যানদের কাছে। প্রথম আলো

 বিশ্বকাপের প্রস্তুতিটা দারুণভাবেই সেরে নিল বাংলাদেশের যুবারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর দুটি প্রস্তুতি ম্যাচেই জয় পেয়েছে তারা। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের যুব ক্রিকেটারদের ৯৭ রানে হারিয়েই বিশ্বকাপের মূল আসরে শিরোপার মিশনে নামছে বাংলাদেশ। লাদেশের ২৪৬ রানের জবাব দিতে নেমে নিজেদের ইনিংসের শুরুতেই শূন্য রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল ইংলিশ যুবারা। বাংলাদেশ যুব দলের বোলারদের খেলতেই পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। ১৫ রানে চতুর্থ উইকেটটিও হারিয়ে ফেলার পর বাংলাদেশের জয় এক রকম নিশ্চিত হয়ে যায়। পঞ্চম ও অষ্টম উইকেটে দুটি পঞ্চাশোর্ধ্ব জুটিতে ইংল্যান্ড কেবল লজ্জাটাই এড়ানোর চেষ্টা করেছে। দলীয় সর্বোচ্চ ৪১ করেছেন আটে ব্যাট করা ব্র্যাড টেলর।
দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ করেছেন ক্যালাম টেলর। জেয়ার্ড ওয়ার্নার অলআউটের হাত থেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে গেছেন ৭১ বলে ১৬ রানের টেস্ট ক্রিকেটেও অচল ইনিংস খেলে। কিন্তু তাঁর এই চেষ্টা সফল হয়নি। ১.৫ ওভার হাতে রেখে ১৪৯ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ দলের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন দুই মেহেদী হাসান—মিরাজ ও রানা। ২ উইকেট মোহাম্মদ সাইফুদ্দিনের। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় বাংলাদেশ। তবে ৯১ রানে ৫ উইকেট হারিয়ে একপর্যায়ে বেশ বিপর্যস্ত ছিল মিরাজের দল। সাইফ হাসান, পিনাক ঘোষ, জয়রাজ শেখ, জাকির হোসেনরা ফিরে যাওয়ায় বড় সংগ্রহের স্বপ্নটা বেশ ফিকেই হয়ে আসছিল বাংলাদেশের। এমন একটা পরিস্থিতিতে শফিউল হায়াতের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৬৪ রানের এক ইনিংস খেলে পরিস্থিতি সামাল দেন দৃঢ়তার সঙ্গেই। তাঁর যোগ্য সঙ্গী হয়ে ছিলেন সাইফুদ্দিন আর জাকের আলী। এঁরা দুজন করেন যথাক্রমে ৪৬ ও ৩৬। শেষের দিকে সাঈদ সরকারের ১৩ রানের ইনিংসটিও অবদান রেখেছে। ৫০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৪৬। জবাব দিতে নেমে দুই ওভারেই ইংল্যান্ড রীতিমতো বিধ্বস্ত। প্রথম ওভারে সাইফুদ্দিন প্রথম উইকেট ফেলে দেওয়ার পর অধিনায়ক মিরাজ দ্বিতীয় ওভারে হানেন জোড়া আঘাত। স্কোরবোর্ডে একটি রান জমা হওয়ার আগেই জমা পড়ল তিনটি উইকেট! আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। আগামী বুধবার শুরু হচ্ছে এবারের যুব বিশ্বকাপ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, যাদের হোম-অ্যাওয়ে মিলিয়ে ১৪ ম্যাচের দুই সিরিজে বাংলাদেশ হারিয়েছিল ১১-৩ ব্যবধানে!
Info: http://www.prothom-alo.com/sports/article/750031/
                        

No comments:

Post a Comment