Pages

Monday, May 2, 2016

কলা কেন খাবেন...

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষক জার্নাল অব এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত গবেষণাপত্রে জানাচ্ছেন, শিশু থেকে বৃদ্ধ, পরিবারের সকলেরই প্রতিদিন অন্তত একটা করে কলা খাওয়া উচিত
 কলা কেন খাবেন...
সমীক্ষায় দেখা গেছে, রোজ যদি একটা করে কলা খেতে পারেন, তা হলে কমবে চোখের সমস্যা। কলায় রয়েছে ক্যারোটিনয়েড যা শরীরে ভিটামিন তৈরিতে সাহায্য করে। চোখকে সুস্থ রাখতে এই ভিটামিনের ভূমিকা অনস্বীকার্য।
তবে শুধু চোখের সমস্যাই নয়, ডায়াবেটিস, বিভিন্ন কার্ডিওভাসকুলার সমস্যা ক্যান্সারের মতো কিছু রোগও প্রতিরোধ করতে পারে ক্যারোটিনয়েড।
কলা পছন্দ করুন আর নাই করুন, চেষ্টা করুন রোজ একটা করে কলা খেতে।
Info : http://www.manobkantha.com

No comments:

Post a Comment