চমকে
দেয়ার
মতো
এবার
এমন
এক
তারবিহীন হেডফোন
আসছে
যা,
সবার
হেডফোন-অভিজ্ঞতাকে বদলে দেবে মুহূর্তেই। নতুন এই
স্মার্ট হেডফোনের নাম
'দ্য
ড্যাশ'।
তথ্যপ্রযুক্তি বিষয়ক
এক
ওয়েবসাইটে বলা
হয়েছে,
এই
হেডফোনে রয়েছে
৪
গিগাবাইট স্টোরেজ। যাতে
অনায়াসেই হাজারখানেক গান
রাখা
যাবে।
এ
ছাড়া
যেকোনো
অবস্থায় এই
হেডফোন
দিয়ে
অনলাইন
স্ট্রিমিংয়ের মাধ্যমে গান
শোনার
ব্যবস্থাও রয়েছে।
এ
জন্য
স্মার্টফোন, ট্যাব
বা
কম্পিউটারের কোনো
প্রয়োজন নেই।
এই
হেডফোনের দুই
পাশে
দুই
কানের
জন্য
রয়েছে
২৩টি
বিশেষ
সেন্সর,
যা
গান
শোনার
অভিজ্ঞতাই বদলে
দিতে
সক্ষম।
সেই
সঙ্গে,
হার্টবিট, শরীরের
অবস্থা
আর
হাঁটাচলা-দৌড়াদৌড়ির হিসেবে
করে
রাখবে
এটি।
এখানেই
শেষ
নয়
'দ্য
ড্যাশ'-এর কারিশমা। এই
হেডফোন
কানে
দিয়ে
পানির
নিচেও
দিব্যি
গান
শোনা
যাবে।
কানেও
পানি
ঢুকবে
না।
তবে
কবে
নাগাদ
এটি
বাণিজ্যিকভাবে বিক্রির জন্য
বাজারে
ছাড়া
হবে
বা
এর
দামই
বা
কত
হবে,
তা
এখনো
জানায়নি এর
নির্মাতা প্রতিষ্ঠান।
Info :
http://www.manobkantha.com
No comments:
Post a Comment