Pages

Thursday, May 5, 2016

বোলাররা জিতিয়ে দিয়েছে কলকাতাকে

গত আইপিএল ম্যাচে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ব্যাট হাতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন আন্দ্রে রাসেল৷ বুধবার ব্যাট নয়, বোলার রাসেলের পরাক্রম দেখল ইডেন গার্ডেন্স৷ দলের মালিক শাহরুখ খান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের এক ফ্রেমে বন্দি হওয়াকেও হার মানিয়ে দেয় ক্যারিবিয়ান তারকার শেষ ওভারের থ্রিলার৷ আগের ওভারে অক্ষর প্যাটেলের কাছে দুটি ছয় খেয়েও শেষ ওভারে দুর্দান্তভাবে কামব্যাক করলেন তিনি৷ ২০ তম ওভারে এক উইকেট নেওয়ার পাশাপাশি তিনি অক্ষর প্যাটেলকে ফলো-থ্রুতে দুর্দান্তভাবে রানআউট করেন৷ ওই ওভারে জয়ের জন্য পঞ্জাবের দরকার ছিল ছয় বলে ১২ রান৷ সেখানে রাসেল দিলেন মাত্র চার রান৷ এবং রুদ্ধশ্বাস ম্যাচে দলকে সাত রানে জয় এনে দিলেন৷
খেলা শেষে চার ওভারে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া পার্পল ক্যাপের মালিক আন্দ্রে রাসেল জানান,‘ইডেনের সমর্থকদের সমানে খেলতে আমার খুব ভালো লাগে৷ আরসিবির বিরুদ্ধে শেষ ম্যাচে আমি ইউসুফ দুর্দান্ত পার্টনারশিপ করেছিলাম৷ এই ম্যাচটাও সমান গুরুত্বপূর্ণ ছিল৷ কিন্তু আমরা চ্যাম্পিয়নের মতো বোলিং করেছি৷ প্রত্যেক ম্যাচে ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছিল৷ কিন্তু আজ বোলাররা তাদের জায়গা নিয়েছে৷
নিজেদের ব্যাটিং যে তুলনামূলকভাবে খারাপ হয়েছে সেকথা মেনে নিলেন রাসেলও৷ তিনি বলেন,‘আমরা স্কোরবোর্ডে ১৮০ রান চার্গেট করে খেলতে নেমেছিলাম কিন্তু ডেথ ওভারে ওদের বোলাররা এদিন দুর্দান্ত বল করে৷ কিন্তু আমরা জানতাম লাইন-লেংথে বল রাখতে পারলে ১৬৫ রান তাড়া করা এই উইকেটে খুব কঠিন৷
অন্যদিকে, পঞ্জাব অধিনায়ক মুরলি বিজয় জানান,‘রান তাড়া করতে নেমে আমাদের শুরুটা ভালো হয়নি৷ তবে ম্যাক্সওয়েল দুর্দান্ত ব্যাটিং করেছে৷ তবে ম্যাচের টার্নিং পয়েন্ট বোধহয় অক্ষর প্যাটেলের গুরুত্বপূর্ণ সময়ে রান আউট হয়ে যাওয়াটা৷ এই হার থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম৷নিজের দলের বোলারদের প্রশংসা করে তিনি বলেন,‘এদিন দলের বোলাররা বিশেষ করে সন্দীপ খুব ভালো বল করেছে৷ আমাদের ব্যাটিংয়ে শুরুটা আরও ভালো করতে হবে৷ আশা করি পরের ম্যাচ থেকে দল আবার জয়ের সরনিতে ফিরবে৷
Info : http://www.dailynayadiganta.com

No comments:

Post a Comment