Pages

Sunday, May 29, 2016

দাঁত দিয়ে নখ কাটাও রোগ!

দাঁত দিয়ে নখ বা নখের পাশের চামড়া কাটার বদঅভ্যাস অনেকেরই থাকে অনেক সময় মানুষ নিজের অজান্তেই দাঁত দিয়ে নখ কাটতে থাকেন  
দাঁত দিয়ে নখ কাটাও রোগ!
আসলে সবই হয় একটি রোগের কারণে রোগটির নাম ডার্মাটোফ্যাগিয়া সাধারণত প্রতি সাতজনে দুজন এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তবে অনেক সময় আক্রান্তরা নিজেরাও বোঝেন না যে তারা ডার্মাটোফ্যাগিয়ায় আক্রান্ত মূলত অত্যধিক মানসিক চাপ বা মানসিক চাপের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পেরেই মানুষ ডার্মাটোফ্যাগিয়ায় আক্রান্ত হন
চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার। এই রোগে আক্রান্তদের কয়েকটি উপসর্গ দেখা যায়। উপসর্গগুলো হলো তারা সারাক্ষণ দাঁত দিয়ে নখ কাটেন অথবা নখের পাশের চামড়া খেয়ে ফেলেন। চামড়া উঠে গিয়ে নখের পাশ দিয়ে রক্ত বেরোতেও দেখা যায়। শুধু নখের পাশের নয়, আঙ্গুলের জয়েন্ট বা হাতের তালুর অথবা পায়ের গোড়ালির ফাটা চামড়া খেতেও দেখা যায় এদের। ক্ষতস্থানে জীবাণু আক্রমণের ফলে অনেক সময় স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়, চামড়ার নখের রং বদলে যায়। 
Info : http://www.manobkantha.com

No comments:

Post a Comment