আইসিসির সভা
থেকে
ফিরে
এসে
বিসিবি
প্রধান
নাজমুল
হাসান
পাপন
জানিয়েছিলেন, ওয়ানডে
র্যাঙ্কিংয়ের পাঁচে উঠে আসছে
বাংলাদেশ। যদিও আইসিসি
এ
বিষয়ে
তখন
কিছুই
বলেনি।
ফলে
পাপনের
এমন
মন্তব্যে বেশ
তোলপাড়
শুরু
হয়
ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কিন্তু
শেষ
পর্যন্ত তার
ওই
কথা
আর
টিকলো
না। কারণ
আইসিসি
ওয়ানডে
র্যাঙ্কিংয়ে আগের মতোই সাত
নম্বরে
আছে
মাশরাফি বিন
মুর্তজার দল। বুধবার
এক
সংবাদ
বিজ্ঞপ্তিতে বার্ষিক হালনাগাদের আনুষ্ঠানিক ঘোষণা
করে
ক্রিকেটের এই
সর্বোচ্চ সংস্থাটি।সেখানে
জানানো
হয়,
হালনাগাদের পর
বাংলাদেশ ১
পয়েন্ট
বেশি
নিয়ে
আছে
সাতেই।
আগের
পয়েন্ট
ছিল
৯৭।
আর
এখন
বেড়ে
৯৮
হয়েছে।
এদিকে
বদল
হয়েছে
বাংলাদেশের নিচের
দুটি
জায়গায়। আট
থেকে
নয়ে
নেমে
গেছে
পাকিস্তান, আর
ওয়েস্ট
ইন্ডিজ
উঠে
এসেছে
আটে।র্যাঙ্কিংয়ে দুই পয়েন্ট কমলেও
শীর্ষস্থান ধরে
রেখেছে
অস্ট্রেলিয়া। দুইয়ে
আছে
নিউজিল্যান্ড। এছাড়া
ভারতকে
চারে
নামিয়ে
তিনে
উঠে
এসেছে
দক্ষিণ
আফ্রিকা।
Info : http://www.manobkantha.com
No comments:
Post a Comment