Pages

Sunday, May 1, 2016

যে কারণে গালে টোল পড়ে

গালের একটি ছোট্ট টোল তাতেই বাজিমাত! আপনার হাসি হয়ে ওঠে ভুবনজয়ী কিন্তু এই টোল পড়ে কেন? শুনলে একটু অবাকই হয়ে যাবেন
যে কারণে গালে টোল পড়েআসলে গালেটোলনামক যে বস্তুটি আমরা বয়ে বেড়াই এবং যে আমাদের সৌন্দর্য বাড়ায় শতগুণে, সেটি আসলে জিনগত ত্রুটি। সাবকিউটেনাস কানেক্টিভ টিস্যুর পরিবর্তন ঘটে আমাদের শারীরিক গঠনের একেবারে গোড়ার দিকে হয়।
সেই অর্থে এটি রিসেসিভ জিন নয়। একটি ত্রুটিপূর্ণ জিনই আমাদের গালেটোল’-এর জন্য দায়ী। বাবা এবং মা, দুজনেরই টোল থাকতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে, সন্তানের গালেও টোল পড়বে। আবার দুগালেই টোল পড়বে, তা- নয়। অনেক সময়েই একগালে টোল পড়তে পারে।
বলতেই পারেন, আপনার ত্রুটিই আপনার সৌন্দর্যের রহস্য।
Info : http://www.manobkantha.com

No comments:

Post a Comment