প্রথমবার বাবা
হতে
চলেছেন
বাংলাদেশ জাতীয়
দলের
হার্ডহিটার ওপেনার
তামিম
ইকবাল। সন্তান
সম্ভবা
স্ত্রীর পাশে
থাকতে
আজ
শনিবার
তিনি
ব্যাংককের উদ্দেশ্যে উড়াল
দিলেন। যদিও
তার
যাওয়ার
কথা
ছিল
শুক্রবারেই।
বাবা হওয়ার মতো আনন্দঘন মুহূর্তকে ঘিরে বেশ রোমাঞ্চিত এই বা-হাতি ব্যাটসম্যান। সে শুভক্ষণে স্ত্রীকে সময় দিতে তিনি জলাঞ্জলি দিলেন দুটি টুর্নামেন্টকে।
বাবা হওয়ার মতো আনন্দঘন মুহূর্তকে ঘিরে বেশ রোমাঞ্চিত এই বা-হাতি ব্যাটসম্যান। সে শুভক্ষণে স্ত্রীকে সময় দিতে তিনি জলাঞ্জলি দিলেন দুটি টুর্নামেন্টকে।
পাকিস্তান সুপার
লিগে
(পিএসএল)
ব্যাট
হাতে
দুর্দান্ত পারফরম্যান্স করলেও
পেশোয়ার জালমির
হয়ে
টুর্নামেন্ট শেষ
করতে
পারেননি তিনি।
এরপর
বাংলাদেশের মাটিতে
আগামী
২৪
ফেব্রুয়ারি থেকে
শুরু
হতে
যাওয়া
এশিয়া
কাপেও
পাওয়া
যাচ্ছে
না
তাকে। ব্যাংককে যাওয়ার
পথে
তামিম
ইকবাল
এশিয়া
কাপে
খেলতে
না
পারা
সম্পর্কে জানান,
এই
টুর্নামেন্টে না
খেলার
সিদ্ধান্ত নেয়াটা
অনেক
কঠিন
ছিল।
কিন্তু
পরিবারের কথা
ভেবে
আমাকে
সেটা
করতে
হয়েছে।
যদি
ও
(আয়শা)
ঐ
সময়
কোনো
কঠিন
সমস্যায় পড়ে,
আর
তখন
যদি
পাশে
থেকে
আমি
কোন
সাহায্য না
করতে
পারি,
তাহলে
কখনোই
নিজেকে
ক্ষমা
করতে
পারবো
না।তবে
আসন্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে নিজের
সেরাটা
ঢেলে
দেয়ার
আশ্বাসও ব্যক্ত
করেছেন
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম
সেরা
এই
ওপেনার।
See more at: http://www.manobkantha.com
প্রথমবার
বাবা হতে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের হার্ডহিটার ওপেনার তামিম ইকবাল।
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে আজ শনিবার তিনি ব্যাংককের উদ্দেশ্যে উড়াল
দিলেন। যদিও তার যাওয়ার কথা ছিল শুক্রবারেই।
বাবা হওয়ার মতো আনন্দঘন মুহূর্তকে ঘিরে বেশ রোমাঞ্চিত এই বা-হাতি ব্যাটসম্যান। সে শুভক্ষণে স্ত্রীকে সময় দিতে তিনি জলাঞ্জলি দিলেন দুটি টুর্নামেন্টকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও পেশোয়ার জালমির হয়ে টুর্নামেন্ট শেষ করতে পারেননি তিনি। এরপর বাংলাদেশের মাটিতে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপেও পাওয়া যাচ্ছে না তাকে।
ব্যাংককে যাওয়ার পথে তামিম ইকবাল এশিয়া কাপে খেলতে না পারা সম্পর্কে জানান, এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেয়াটা অনেক কঠিন ছিল। কিন্তু পরিবারের কথা ভেবে আমাকে সেটা করতে হয়েছে। যদি ও (আয়শা) ঐ সময় কোনো কঠিন সমস্যায় পড়ে, আর তখন যদি পাশে থেকে আমি কোন সাহায্য না করতে পারি, তাহলে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না।
তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে নিজের সেরাটা ঢেলে দেয়ার আশ্বাসও ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনার। - See more at: http://www.manobkantha.com/2016/02/20/104493.php#sthash.jJZjt9SF.dpuf
বাবা হওয়ার মতো আনন্দঘন মুহূর্তকে ঘিরে বেশ রোমাঞ্চিত এই বা-হাতি ব্যাটসম্যান। সে শুভক্ষণে স্ত্রীকে সময় দিতে তিনি জলাঞ্জলি দিলেন দুটি টুর্নামেন্টকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করলেও পেশোয়ার জালমির হয়ে টুর্নামেন্ট শেষ করতে পারেননি তিনি। এরপর বাংলাদেশের মাটিতে আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপেও পাওয়া যাচ্ছে না তাকে।
ব্যাংককে যাওয়ার পথে তামিম ইকবাল এশিয়া কাপে খেলতে না পারা সম্পর্কে জানান, এই টুর্নামেন্টে না খেলার সিদ্ধান্ত নেয়াটা অনেক কঠিন ছিল। কিন্তু পরিবারের কথা ভেবে আমাকে সেটা করতে হয়েছে। যদি ও (আয়শা) ঐ সময় কোনো কঠিন সমস্যায় পড়ে, আর তখন যদি পাশে থেকে আমি কোন সাহায্য না করতে পারি, তাহলে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না।
তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের হয়ে নিজের সেরাটা ঢেলে দেয়ার আশ্বাসও ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনার। - See more at: http://www.manobkantha.com/2016/02/20/104493.php#sthash.jJZjt9SF.dpuf
No comments:
Post a Comment