শ্রীলঙ্কাকে হারিয়ে
ফাইনালের স্বপ্ন
বাঁচিয়ে রাখলো
বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১২৪
রানের
বেঁধে
রাখার
পিছনে
সামনে
থেকে
দায়িত্ব পালন
করেন
কাটার
স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমান। চার
ওভারে
মাত্র
১টি
উইকেট
নিলেও
রান
খরচ
করেছেন
মাত্র
১৯। তবে
এ
ম্যাচ
থেকে
একটা
অস্বস্তি সঙ্গী
হয়েছে
মাশরাফিদের। চোটের কারণে
টুর্নামেন্টের পরের
ম্যাচগুলোতে অনিশ্চিত মুস্তাফিজ।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরই
সাইড
স্ট্রেইনে ব্যথা
অনুভব
করতে
থাকেন
মুস্তাফিজ। সেই
চোটটা
বেশ
ভালোই
ভোগাচ্ছে তাঁকে।
আজ
বিকেলে
রাজধানীর একটি
হাসপাতালে তার
পরীক্ষা-নিরীক্ষা করার
কথা
রয়েছে।
তবে
আগামী
পরশু
পাকিস্তানের বিপক্ষে তার
খেলার
সম্ভাবনা খুবই
ক্ষীণ
বলে
জানা
গেছে।
এদিকে
পুত্র
সন্তানের বাবা
হওয়া
তামিম
ইকবাল
আজ
দুপুরে
দেশে
ফিরেছেন। বিমান
বন্দর
থেকে
সরাসরি
মিরপুরে চলে
যান
তিনি।
যোগ
দেন
অনুশীলনে। এ
সময়
মাঠে
ছিলেন
কোচ
চন্ডিকা হাথুরুসিংহেও। এশিয়া
কাপের
স্কোয়াডে যদিও
তামিমের নাম
নেই।
তবে
এখন
মুস্তাফিজ যদি
খেলতে
না
পারে
সেক্ষেত্রে বিকল্প
হিসেবে
তামিমকে দলে
নেয়ার
কথা
ভাবছে
টিম
ম্যানেজমেন্ট। সে
জন্য
অবশ্য
এসিসির
টেকনিক্যাল কমিটির
অনুমোদন প্রয়োজন। মুস্তাফিজের জায়গায়
তামিম
দলে
ঢুকছেন
কি
না
তা
আজই
পরিস্কার হয়ে
যাবে
বলেই
আশা
করা
হচ্ছে।
Info:
http://www.manobkantha.com
No comments:
Post a Comment