আগামী
বুধবার
থেকে
মাঠে
গড়াচ্ছে ত্রয়োদশ এশিয়া
কাপের
মূল
আসর। পঞ্চমবারের মতো
টুর্নামেন্টের আয়োজন
করছে
বাংলাদেশ।
প্রতিযোগিতা শুরু
হওয়ার
দুই
দিন
আগে
সোমবার
থেকে
পাওয়া
যাচ্ছে
ম্যাচগুলোর টিকেট। এশিয়ার
বিশ্বকাপ খ্যাত
এই
টুর্নামেন্টের টিকেট
পাওয়া
যাচ্ছে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক
(ইউসিবি)’র ঢাকাস্থ ৬টি
শাখায়।
এগুলো
হলো-মিরপুর, সোনারগাঁও জনপদ,
বিজয়নগর, প্রগতি
সরণী,
বসুন্ধরা এবং
নয়াবাজার শাখা।
এছাড়া
ইউক্যাশের মাধ্যমেও টিকিট
কিনতে
পারবেন
ক্রিকেটভক্তরা। এবারের
আসরের
উদ্বোধনী ম্যাচে
ভারতের
মুখোমুখি হবে
স্বাগতিক বাংলাদেশ। খেলাটি
মাঠে
গড়াবে
বুধবার
সন্ধ্যা সাড়ে
৭টায়।
সরাসরি
সম্প্রচার করা
হবে
জিটিভি
ও
স্টার
স্পোর্টস ওয়ানে।
এশিয়া কাপে টিকেটের মূল্য-
গ্র্যান্ড স্ট্যান্ড-৩০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড-১০০০ টাকা, শহীদ জুয়েল/মুস্তাক স্ট্যান্ড-৫০০ টাকা, উত্তর/দক্ষিণ গ্যালারি-২৫০ টাকা আর পূর্ব গ্যালারি-১৫০ টাকা।
এশিয়া কাপে টিকেটের মূল্য-
গ্র্যান্ড স্ট্যান্ড-৩০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড-১০০০ টাকা, শহীদ জুয়েল/মুস্তাক স্ট্যান্ড-৫০০ টাকা, উত্তর/দক্ষিণ গ্যালারি-২৫০ টাকা আর পূর্ব গ্যালারি-১৫০ টাকা।
Info: http://www.manobkantha.com
No comments:
Post a Comment