Pages

Sunday, February 7, 2016

তিন গুণ বেশি দামে হায়দারাবাদে মুস্তাফিজ

গতকাল সকাল থেকেই ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরের নিলামে নজর ছিল বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। সাকিব আল হাসানকে আগেই রেখে দিয়েছে কলকাতা নাইটরাইডার্স। তবে আরও পাঁচ বাংলাদেশি ক্রিকেটার ছিলেন এবারের নিলামে। ৫০ লাখ রুপি ভিত্তি মূল্যের তামিম ইকবাল এবং ৩০ লাখ ভিত্তি মূল্যের সৌম্য সরকার ও মুশফিকুর রহীমকে কেউ দলে না নেয়ায় হতাশা দেখা দেয় বাংলাদেশি সমর্থকদের মধ্যে। কিন্তু উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমানের নাম নিলামে উঠলে মুহূর্তেই চেহারায় ঝিলিক খেলে যায়। তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি। প্রথমেই তাকে দলে পাওয়ার চেষ্টা করে সানরাইজার্স হায়দারাবাদ। কিন্তু তাদের টেক্কা দিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আরও বেশি দাম হাঁকে। তরতর করে বাড়তে থাকে মুস্তাফিজের দাম। 
তবে শেষ পর্যন্ত হায়দারাবাদেরই জয় হয়। তারা বাংলাদেশের ২০ বছর বয়সী এ বাঁহাতি পেসারকে ১ কোটি ৪০ লাখ রুপিতে দলে ভেড়ায়। এতে ভিত্তি মূল্যের চেয়ে প্রায় তিনগুণ বেশি মূল্যে তাকে দলে ভেড়ানো হলো। নিলামে ওঠা অন্য বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের প্রতিও এদিন কোনো দল আগ্রহ দেখায়নি। তবে এখনও তাদের দল পাওয়ার সুযোগ আছে। প্রায় দেড় কোটি টাকায় মুস্তাফিজ আইপিএলে সুযোগে পেলেও তার খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা। ৯ই এপ্রিল থেকে শুরু হবে আইপিএলের নবম আসর। কিন্তু তার আগে মুস্তাফিজের কাঁধের ইনজুরি সেরে ওঠার বিষয় সামনে। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) প্রথম আসরেও মুস্তাফিজকে ৪০ লাখ টাকায় দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। কিন্তু কাঁধের ইনজুরির কারণে তাকে পিএসএলের খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের অন্য তিন ক্রিকেটার পিএসএলে খেলতে গেছেন। সাকিব আল হাসান করাচির ও তামিম ইকবাল পেশোয়ারের প্রথম ম্যাচ জয়ে রেখেছেন দারুণ অবদান। দুজনই নিজেদের প্রথম ম্যাচে করেন ৫১ করে রান।  
Info: http://www.mzamin.com/article.php?mzamin

No comments:

Post a Comment