Pages

Wednesday, February 24, 2016

ভারতের বিপক্ষে ভালো ফলের আশা মাশরাফির


এশিয়া কাপের ১৩তম আসরের ট্রফি উন্মোচন করা হয়েছে মঙ্গলবার দুপুরে পাঁচ জাতি টুর্নামেন্টের ট্রফি রাজধানীর একটি অভিজাত হোটেলে উন্মোচন করা হয় ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক পাকিস্তান দলের অধিনায়ক শহীদ আফ্রিদি উপস্থিত ছিলেন না কেননা পাকিস্তান টিম এখনও ঢাকায় পৌঁছায়নি
সামনে টি-২০ বিশ্বকাপ থাকায় এবারে এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।এবারের এশিয়া কাপে পাঁচটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তান বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল আমিরাত।বুধবার বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু হবে।
এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ভারতের বিপক্ষে ভালো ফলাফলের আশাই করছি। আমরা যদি সেরাটা দিতে পারি তাহলে জয় সম্ভব।
ভারতের ওপেনার বিরাট কোহলি বলেছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। শক্ত প্রতিপক্ষ ভেবেই বাংলাদেশের বিপক্ষে আমরা মাঠে নামবো। তবে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাঠে নামতে পারবেন কি না সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। তবে ইঞ্জুরির কারণে এখনো তাকে খেলানো নিয়ে সংশয়ে রয়েছে ভারত টিম ম্যানেজমেন্ট।
এদিকে ভারতের কোচ রবি শাস্ত্রী বলেছেন, আমি বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিন ধরে দেখছি। সেই নব্বই সাল থেকে এখানে ব্রডকাস্টারদের সঙ্গে এসেছি। ওরা যে ভাবে উন্নতি করেছে, যে ভাবে টিম হিসেবে নিজেদের তৈরি করেছে, তা দেখে আমি খুশি। আমরা কেন, কোনও টিমেরই সাধ্য নেই ওদের হালকা ভাবে নেয়ার। বিশেষ করে গত এক বছরে ওরা যে ভাবে ওয়ান ডে-তে খেলেছে, তার পর। বাংলাদেশকে আমরা সম্মান করি।
পাঁচ জাতির টুর্নামেন্টের ফাইনাল মার্চ। প্রতিটা ম্যাচ ম্যাচ হবে মিরপুরে এবং শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। 
Info: http://www.jugantor.com
এশিয়া কাপের ১৩তম আসরের ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পাঁচ জাতি এ টুর্নামেন্টের ট্রফি রাজধানীর একটি অভিজাত হোটেলে উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ দলের অধিনায়ক। পাকিস্তান দলের অধিনায়ক শহীদ আফ্রিদি উপস্থিত ছিলেন না। কেননা পাকিস্তান টিম এখনও ঢাকায় পৌঁছায়নি।

সামনে টি-২০ বিশ্বকাপ থাকায় এবারে এশিয়া কাপও টি-টোয়েন্টি ফরম্যাটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এবারের এশিয়া কাপে পাঁচটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তান ও বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল আমিরাত।

বুধবার বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু হবে।

এদিকে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ভারতের বিপক্ষে ভালো ফলাফলের আশাই করছি। আমরা যদি সেরাটা দিতে পারি তাহলে জয় সম্ভব।

ভারতের ওপেনার বিরাট কোহলি বলেছেন, বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। শক্ত প্রতিপক্ষ ভেবেই বাংলাদেশের বিপক্ষে আমরা মাঠে নামবো। তবে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাঠে নামতে পারবেন কি না সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। তবে ইঞ্জুরির কারণে এখনো তাকে খেলানো নিয়ে সংশয়ে রয়েছে ভারত টিম ম্যানেজমেন্ট।

এদিকে ভারতের কোচ রবি শাস্ত্রী বলেছেন, আমি বাংলাদেশ ক্রিকেটকে অনেক দিন ধরে দেখছি। সেই নব্বই সাল থেকে এখানে ব্রডকাস্টারদের সঙ্গে এসেছি। ওরা যে ভাবে উন্নতি করেছে, যে ভাবে টিম হিসেবে নিজেদের তৈরি করেছে, তা দেখে আমি খুশি। আমরা কেন, কোনও টিমেরই সাধ্য নেই ওদের হালকা ভাবে নেয়ার। বিশেষ করে গত এক বছরে ওরা যে ভাবে ওয়ান ডে-তে খেলেছে, তার পর। বাংলাদেশকে আমরা সম্মান করি।

পাঁচ জাতির এ টুর্নামেন্টের ফাইনাল ৬ মার্চ। প্রতিটা ম্যাচ ম্যাচ হবে মিরপুরে এবং শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। - See more at: http://www.jugantor.com/online/sports/2016/02/23/5014/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%AB%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B6%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0#sthash.a2nvCXEA.dpuf

No comments:

Post a Comment