এমন এক গৌরব অর্জন করলেন আর্জেন্টাইন খেলোয়াড় লিওনেল মেসি, যা এর আগে কেউ করতে পারেননি। আর তা হলো লা লিগায় ৩০০ গোল। বুধবার রাতে স্পোর্টিং গিজনের বিপক্ষে মাঠে নেমে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে এ জন্য তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ২৫ মিনিটের মাথায় গোল করে এ গৌরব অর্জন করেন মেসি।
এদিকে ৩১ মিনিটে আরেকটি গোল করার ফলে স্প্যানিশ লিগে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩০১। বার্সার পক্ষে অপর গোলটি করেছেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আর সেই সুবাদে বার্সেলোনা জিতেছে ৩-১ ব্যবধানে। এই জয়ে লিগে শীর্ষে নিজেদের অবস্থানটাকে আরও সুসংহত করল বার্সেলোনা। ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে দ্বিতীয়স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টের ব্যবধান ৬। আর তিনে থাকা রিয়ালের পয়েন্ট ৫৩।প্রসঙ্গত, ২৫১ গোল নিয়ে লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তেলমো জারা। আর ২৪৬ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন রিয়ালের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো।
See more at: http://www.manobkantha.com
No comments:
Post a Comment